Swasthya Bhawan

‘স্বাস্থ্য ভবনে বিস্ফোরক, উড়িয়ে দেওয়া হবে’! মেল আসতেই আতঙ্ক, খবর পেয়ে তল্লাশি অভিযানে বিধাননগর পুলিশ

হুমকি মেল পেল স্বাস্থ্য ভবন! স্বাস্থ্য ভবনের কোথাও বিস্ফোরক রাখা রয়েছে। উড়িয়ে দেওয়া হবে বিল্ডিং। এই মর্মে মেল পেলেন কর্তৃপক্ষ। যার জেরে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে আধিকারিক এবং কর্মীদের মধ্যে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১৪:৪২
Share:

স্বাস্থ্য ভবনে বোমাতঙ্ক। —ফাইল ছবি।

হুমকি মেল পেল স্বাস্থ্য ভবন! স্বাস্থ্য ভবনের কোথাও বিস্ফোরক রাখা রয়েছে। উড়িয়ে দেওয়া হবে বিল্ডিং। এই মর্মে মেল পেলেন কর্তৃপক্ষ। যার জেরে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে। খবর দেওয়া হয়েছে বিধাননগর পুলিশকে। পুলিশও খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে।

Advertisement

যদিও পুলিশ সূত্রে খবর, তল্লাশি অভিযানে এখনও পর্যন্ত কিছুই মেলেনি। তবুও স্বাস্থ্য ভবনের সব জায়গায় ভাল করে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি, মেলটি কোথা থেকে এসেছে, কে বা কারা পাঠিয়েছেন, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে কলকাতার জাদুঘরেও বোমাতঙ্ক ছ়ড়িয়েছিল একটি হুমকি মেল ঘিরে। মেলে বলা হয়েছে, জাদুঘরে বোমা রাখা হয়েছে। বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে জাদুঘর। বহু মানুষের মৃত্যুও হতে পারে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় নিউ মার্কেট থানার পুলিশ। যায় বম্ব স্কোয়াডও। জাদুঘরের প্রতিটি জায়গা তন্নতন্ন করে খুঁজে দেখে তারা। হুমকি মেল আসার পরেই খালি করে দেওয়া হয়েছিল জাদুঘর।

Advertisement

জাদুঘরের ঘটনার পর বোমাতঙ্ক ছড়িয়েছিল শহরের চারটি স্কুলেও। মেল পাঠিয়ে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। যদিও শেষ পর্যন্ত কিছুই মেলেনি। বছরখানেক আগেও একই ভাবেই হুমকি দেওয়া হয়েছিল। তখনও মেলেনি কিছু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement