Mamata Banerjee Kali Puja

মমতার বাড়ির পুজো জমজমাট, মন্ত্রী-আমলা-শিল্পপতি-তারকা সমাগম, লেক কালীবাড়িতে অর্ঘ্য দিয়ে পৌঁছোলেন অভিষেকও

বাড়ির পুজোয় প্রতি বারই নিজে হাতে ভোগ রাঁধেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বারও তার অন্যথা হয়নি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর ভ্রাতৃবধূ তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ২০:৩৫
Share:

(উপরে) বাড়ির পুজোয় ব্যস্ত মুখ্যমন্ত্রী। কালীপুজোর রাতে প্রদীপ হাতে মমতা বন্দ্যোপাধ্যায় (নীচে)। ছবি: সংগৃহীত।

জমজমাট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজো। প্রতি বারের মতো এ বারও মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির পুজোয় হাজির হয়েছেন রাজ্য সরকারের প্রথম সারির আমলা, পুলিশ কর্তা, মন্ত্রী, বিধায়ক, কলকাতার কাউন্সিলারেরা। একাধিক শিল্পপতি, টলি তারকাও হাজির ছিলেন। বিকালে লেক কালীবাড়িতে পুজো দিতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পর তিনিও পৌঁছে যান মুখ্যমন্ত্রীর বাড়িতে।

Advertisement

বাড়ির পুজোয় প্রতি বারই নিজে হাতে ভোগ রাঁধেন মুখ্যমন্ত্রী। এ বারও তার অন্যথা হয়নি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর ভ্রাতৃবধূ তথা অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়। পুজো শুরুর সময়ে মমতাই ডেকে নেন দুই অভিনেত্রী জনপ্রতিনিধি জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও।

মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

শিল্পপতিদের মধ্যে হর্ষ নেওটিয়া, প্রসূন মুখোপাধ্যায়েরা গিয়েছিলেন মমতার বাড়ির পুজোয়। ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও। অভিষেক পৌঁছোনোর পর তাঁর সঙ্গে বেশ খানিক ক্ষণ কথা বলতে দেখা গিয়েছে রাজ্যের অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমকে। ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সীও। অভিষেকের কন্যা এবং পুত্রও রয়েছেন পুজোয়।

Advertisement

অভিষেক এ বার দুর্গাপুজোয় পর পর দু’দিন কলকাতার একাধিক প্যান্ডেল সকন্যা পরিক্রমা করেছিলেন। যা কোনও বার তাঁকে করতে দেখা যায় না। দাঁড়িয়ে ফুচকাও খেয়েছিলেন। কালীপুজোতেও সেই পরিক্রমা জারি রাখলেন তিনি। সোমবার গিয়েছিলেন লেক কালীবাড়িতে পুজো দিতে। মঙ্গলবার তাঁর গন্তব্য নৈহাটির বড় মায়ের মন্দির। সেখানেও তিনি পুজো দিতে যাবেন। মুখ্যমন্ত্রীর জন্য অভিষেকের হাতেই বড় মায়ের মূর্তি তুলে দেবেন মন্দির কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement