ভাঙা হল পোড়া বাড়ি

এন্টালির মতিঝিল লেনের অগ্নিদগ্ধ বাড়ির ‘বিপজ্জনক’ অংশ ভেঙে দিল কলকাতা পুরসভা। পুরসভার বিল্ডিং দফতরের এক আধিকারিক মঙ্গলবার জানান, তিন তলার অগ্নিদগ্ধ দেওয়াল বিপজ্জনক অবস্থায় ছিল। তা ভেঙে যাতে নতুন করে কোনও দুর্ঘটনা না ঘটে সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৬ ০১:০৮
Share:

এন্টালির মতিঝিল লেনের অগ্নিদগ্ধ বাড়ির ‘বিপজ্জনক’ অংশ ভেঙে দিল কলকাতা পুরসভা। পুরসভার বিল্ডিং দফতরের এক আধিকারিক মঙ্গলবার জানান, তিন তলার অগ্নিদগ্ধ দেওয়াল বিপজ্জনক অবস্থায় ছিল। তা ভেঙে যাতে নতুন করে কোনও দুর্ঘটনা না ঘটে সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

এ দিন ফরেনসিক দফতরের আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন। ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর দীপালি দাস। যে সমস্ত বাসিন্দাদের ঘর পুড়ে গিয়েছে তাঁদের স্থানীয় একটি মসজিদে রাখা হয়েছে বলে দীপালিদেবী জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement