আগুন লেগে আতঙ্ক ছড়াল বড়বাজারে

ভর দুপুরে আগুন লেগে আতঙ্ক ছড়াল বড়বাজারে। দমকলের তৎপরতায় এড়ানো গেল বড় রকমের দুর্ঘটনা। দমকল সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ বড়বাজারের নূরমল লোহিয়া লেনের একটি বাজারে আগুন লাগে। মিটারবক্সে শর্ট সার্কিটের ফলেই এই ঘটনা ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১৭:০০
Share:

ভর দুপুরে আগুন লেগে আতঙ্ক ছড়াল বড়বাজারে। দমকলের তৎপরতায় এড়ানো গেল বড় রকমের দুর্ঘটনা।

Advertisement

দমকল সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ বড়বাজারের নূরমল লোহিয়া লেনের একটি বাজারে আগুন লাগে। মিটারবক্সে শর্ট সার্কিটের ফলেই এই ঘটনা ঘটে। দ্রুতই ছড়িয়ে পড়তে থাকে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর একটি ইঞ্জিনের সাহায্যেই আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও বাজারের দোতলায় আটকে পড়েন কয়েকজন। তীব্র ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে তাঁদের মধ্যে। পরে দমকল কর্মীরাই মইয়ের সাহায্যে আটকে পড়া লোকজনকে উদ্ধার করেন।

প্রাথমিক ভাবে ওই বাজার খালি করে দেওয়া হলেও পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হয়। দমকল সূত্রে খবর, এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement