বাসের রেষারেষি মৃত্যু শ্রমিকের

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি পুরুলিয়া থেকে কানাই তাঁর স্ত্রীকে নিয়ে মহেশতলা এলাকায় রাস্তার কাজের জন্য এসেছিলেন। এ দিন তাঁরা যখন ওই এলাকার রাস্তায় কাজ করছিলেন সেই সময়ে তারাতলার দিক থেকে বজবজের দিকে যাচ্ছিল এসডি-৩০ এবং ৭৭/এ রুটের দু’টি বাস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৯ ০২:২৭
Share:

প্রতীকী ছবি।

দুই বাসের রেষারেষিতে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। ঘটনাটি ঘটেছে রবিবার দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার নয়া বস্তির নতুন নগরে। পুলিশ জানিয়েছে, মৃত ঠিকা শ্রমিকের নাম কানাই বেসরা (৫৫)। তাঁর বাড়ি পুরুলিয়ায়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি পুরুলিয়া থেকে কানাই তাঁর স্ত্রীকে নিয়ে মহেশতলা এলাকায় রাস্তার কাজের জন্য এসেছিলেন। এ দিন তাঁরা যখন ওই এলাকার রাস্তায় কাজ করছিলেন সেই সময়ে তারাতলার দিক থেকে বজবজের দিকে যাচ্ছিল এসডি-৩০ এবং ৭৭/এ রুটের দু’টি বাস। স্থানীয়দের অভিযোগ, বাস দু’টি নিজেদের মধ্যে রেষারেষি করছিল। এসডি-৩০ রুটের বাসটি অন্য বাসকে ওভারটেক করতে গিয়ে কানাইকে চাপা দিয়ে যায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

ওই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা এলাকায় প্রায় কুড়ি মিনিট রাস্তা অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে লাঠি চার্জ করে অবরোধ তুলে দেয়। যদিও পুলিশ লাঠি চার্জ করার কথা অস্বীকার করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জিঞ্জিরা বাজার থেকে বাটা পর্যন্ত উড়ালপুলের কাজের জন্য কয়েক বছর ধরে খারাপ হয়েছিল নীচের রাস্তাটি। মাস তিনেক আগে উড়ালপুলটি উদ্বোধন হওয়ার পরে প্রশাসন জানিয়েছিল, এক মাসের মধ্যে ঠিক করে দেওয়া হবে নীচের রাস্তা। সেই রাস্তা আজও তৈরি না হওয়ায় দুর্ঘটনা থামছে না বলে অভিযোগ করছেন স্থানীয়েরা। এ দিন এলাকাবাসী মৃত ওই শ্রমিকের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণের দাবি করেন।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলালচন্দ্র দাস বলেন, ‘‘সাধারণ মানুষের কাছে আর কিছু দিন সময় চাইছি। আশা করছি দিন ১৫-র মধ্যেই ওই রাস্তার কাজ শেষ হয়ে যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন