Baranagar Murder Case

বরাহনগরে গয়নার দোকানের সিসি ক্যামেরা বন্ধ করে খুন মালিককে! অবাধে লুটপাটের পর পলাতক দুষ্কৃতীরা

ব্যবসায়ীর পুত্র থাকেন বাইরে। মোবাইলে দোকানের মনিটরিং ক্যামেরা ‘ব্লক’ দেখে সন্দেহ হয় তাঁর। কী হয়েছে জানতে দিল্লি থেকে কয়েক জন পরিচিতকে ফোন করেন তিনি। তার পরেই স্বর্ণ ব্যবসায়ীর খুনের বিষয়টি সামনে এসেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১৮:৪৬
Share:

বরাহনগরে এই দোকানের ভিতর থেকে উদ্ধার হয় মালিকের মৃতদেহ। —নিজস্ব চিত্র।

উত্তর ২৪ পরগনার বরাহনগরে শনিবার ভরদুপুরে নিজের দোকানের মধ্যে খুন হলেন এক স্বর্ণ ব্যবসায়ী। শনিবার বিকেলে নিজের দোকান থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বরাহনগর থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বের এই ঘটনায় শনিবার বিকেল থেকে শোরগোল শুরু হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যবসায়ীর নাম শঙ্কর জানা। বরাহনগরের শম্ভুনাথ দাস লেনে তাঁর গয়নার দোকান। শনিবার দুপুরে অজ্ঞাতপরিচয় পাঁচ জনকে ওই দোকানের সামনে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। তাঁদের মধ্যে তিন জন দোকানের ভিতরে ঢোকেন। দু’জন ছিলেন বাইরে। গয়না কেনার ভান করেন তিন জন। তার পর হঠাৎই দোকানমালিকের চোখে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে দেন। এবং লুটের পর সিসি ক্যামেরা বন্ধ করে খুন করা হয় শঙ্করকে। তার পর তাঁর হাত-পা বেঁধে দেয় দুষ্কৃতীরা।

শঙ্করের পুত্র থাকেন বাইরে। মোবাইলে দোকানের মনিটরিং ক্যামেরা ‘ব্লক’ দেখে সন্দেহ হয় তাঁর। কী হয়েছে জানতে দিল্লি থেকে কয়েক জন পরিচিতকে ফোন করেন ওই যুবক। তার পরেই স্বর্ণ ব্যবসায়ীর খুনের বিষয়টি সামনে এসেছে। পুলিশ গিয়ে প্রৌঢ়ের দেহ উদ্ধার করেছে। জানা গিয়েছে, যে সময় তিনি খুন হন, সে সময় দোকানে একাই ছিলেন শঙ্কর। তাঁর মাথায় আঘাতের চিহ্ন মিলেছে।

Advertisement

স্থানীয়েরা জানাচ্ছেন, পুজো শেষ হয়েছে সবে। তাই দুপুরে আশপাশের বেশির ভাগ দোকান বন্ধ ছিল। সেই ‘সুযোগ কাজে’ লাগিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ শম্ভুনাথ দাস লেনে শঙ্করের দোকানের ঠিক উল্টো দিকের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তাতে পাঁচ অভিযুক্তকে দেখা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দুপুর ৩টে থেকে সাড়ে ৩টের মধ্যে লুট এবং খুনের এই ঘটনা ঘটেছে।

ওই গয়নার দোকানটিতে খুনের আগে পর্যন্ত সিসি ক্যামেরা চালু ছিল। তার পর ক্যামেরা বন্ধ ছিল। পুলিশের সন্দেহ, সিসি ক্যামেরা বন্ধ করে খুন করা হয় ব্যবসায়ীকে। এই ঘটনায় কে বা কারা জড়িত, তা এখনও জানা যায়নি। এখনও পর্যন্ত আটক বা গ্রেফতারির কোনও খবর নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement