Sabang Double Murder

বাবার মাথায় অস্ত্রের বাড়ি, মায়ের গলা কেটে দিলেন ছেলে! একাদশীর রাতে জোড়া খুন সবংয়ে

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে প্রৌঢ়ের মাথায় বেশ কয়েক বার ছুরি দিয়ে আঘাত করা হয়। আর মহিলার গলা কেটে খুন করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১৪:৩৬
Share:

স্বামী-স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার পশ্চিম মেদিনীপুরের গ্রামে। —প্রতীকী চিত্র।

বাবা-মাকে পিটিয়ে খুন করলেন ছেলে। শুক্রবার একাদশীর রাতে চাঞ্চল্যকর ঘটনা পশ্চিম মেদিনীপুরের সবং থানার দেবভোগ গ্রাম পঞ্চায়েত এলাকায়। শনিবার সকালে দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ছেলেকে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম ভীম হাঁসদা এবং সোম্বারি হাঁসদা। বয়স ৫৬ এবং ৪৮ বছর। তাঁদের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের দেভোগ গ্রাম পঞ্চায়েতের খারপোরা এলাকায়। ভীমের মাথায় অস্ত্রের আঘাতের চিহ্ন মিলেছে। এবং তাঁর স্ত্রীকে গলা কেটে খুন করা হয়েছে। প্রতিবেশীদের দাবি, মানসিক ভারসাম্যহীন ছেলে এই কাজ করেছেন।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে প্রৌঢ়ের মাথায় বেশ কয়েক বার ছুরি দিয়ে আঘাত করা হয়। আর মহিলার গলা কেটে খুন করা হয়েছে। গ্রামবাসীরা জানাচ্ছেন, শুক্রবার রাতে জোড়া খুন করেছেন দম্পতির পুত্র পরেশ হাঁসদা ওরফে গোপাল। তবে বাবা-মায়ের মৃত্যুর পর থেকে পলাতক ছিলেন গোপাল।

Advertisement

এই ঘটনা প্রসঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স বলেন, ‘‘সকালে মর্মান্তিক ঘটনার খবর পেয়েছি। পুলিশ দু’জনের দেহ উদ্ধার করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।’’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে অভিযুক্তের খোঁজ মিলেছে। তাঁকে গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement