Garbeta

ভাসানে সিদ্ধি খেয়ে গড়বেতায় ১০ জন অসুস্থ, আশঙ্কাজনক দুই! আর কী ছিল পানীয়তে? তদন্তে প্রশাসন

মালবান্দির লোধা গ্রামের দুর্গাপ্রতিমার বিসর্জন হয়। সেখানে প্রসাদ হিসাবে সিদ্ধি খান অনেকে। তার পরেই বমি করতে থাকেন তাঁরা। প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ায় ১০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৫ ১৯:৫৩
Share:

হাসপাতালে সিদ্ধি খেয়ে অসুস্থদের কয়েক জন। —নিজস্ব চিত্র।

বিসর্জনের দিন। সকলে মিলে আনন্দ করছিলেন। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-১ ব্লকের মালবান্দির লোধা গ্রামের বাসিন্দারা ভাসানের সময় সিদ্ধি খেয়েছিলেন। তার পরেই সমস্যার শুরু। অন্তত ১০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ২ জনের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক বলে খবর। বিষক্রিয়া থেকে এই পরিস্থিতি কি না, তদন্ত করছে প্রশাসন।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুপুরে মালবান্দির লোধা গ্রামের দুর্গাপ্রতিমার বিসর্জন হয়। সেখানে প্রসাদ হিসাবে সিদ্ধি খান অনেকে। তার পরেই বমি করতে থাকেন তাঁরা। প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ায় ১০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে গড়বেতা এবং চন্দ্রকোনা হাসপাতালে।

এক গ্রামবাসীর কথায়, ‘‘প্রতিমা নিরঞ্জন উপলক্ষে সিদ্ধি খাওয়া হয় এখানে। শুক্রবার যারা সিদ্ধি খেয়েছিল, তারা প্রত্যেকেই অসুস্থ পড়ে। কয়েক জন বমি করতে থাকায় বাকিরা আর সিদ্ধি ছোঁয়নি।’’

Advertisement

সিদ্ধিতে কিছু মেশানো ছিল কি না তা জানার চেষ্টা করছে পুলিশ। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) সৌম্যশঙ্কর ষড়ঙ্গি বলেন, ‘‘সিদ্ধি খেয়ে বমির উপসর্গ নিয়ে ১০ জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়। তাঁদের মধ্যে দু’জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ‘রেফার’ করা হয়। সিদ্ধির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement