সত্যি কী ঘটেছিল? প্রেমাঙ্করের হাতের ছবি
অ্যাপ-ক্যাবে চড়ে নিয়মিত যাতায়াত করি। কিন্তু সোমবার রাতে যে ভয়ঙ্কর অভিজ্ঞতা হল, ভাবলে এখনও শিউরে উঠছি।
রাত তখন প্রায় ১০টা। মোবাইল অ্যাপ থেকেপুল-ক্যাব বুক করি। রাসবিহারী থেকে খিদিরপুর যাব। পিছনের আসনে বসেছিলাম। হেস্টিংস হয়ে খিদিরপুর ঢোকার আগেই আমি ক্যাব চালককে বলি, ফ্যান্সি মার্কেটের ফুটে নামাতে। তিনি তা না মেনে বাঁদিকে ক্যাব ঘুরিয়ে ডায়মন্ডহারবার রোডে নিয়ে দাঁড় করান। আমি সেখানে নামব না বলে জানাই। আর তখনই তিনি গাড়ি দ্রুত গতিতে মোমিনপুর নিয়ে যান। সেখানে আমাকে নামতে বলা হয়। এমনকী ভাড়াও চান ওই চালক।
আমি তখন ওই চালককে স্পষ্ট ভাবে জানিয়ে দিই, খিদিরপুরেই নামব। যা ভাড়া, তা-ই দেব। তখনই অত্যন্ত কদর্য ভাষায় আমার সঙ্গে কথা বলতে শুরু করেন ওই চালক। আমি গাড়ি থেকে নেমে ক্যাবের সামনে গেলে তিনি আচমকাই গাড়ি স্টার্ট দেন। গাড়ির সামনের বাম্পারে গুরুতর আঘাত লাগে আমার পায়ে।
আরও পড়ুন: ফিরিয়ে দে চোখ, টেনে চড় যুবককে
ক্যাবের ধাক্কায় পায়ে আঘাত প্রেমাঙ্করের। ছবি: আক্রান্ত যাত্রীর সৌজন্যে।
এরপর কোনও মতে সরে গিয়ে সামনের দরজা দিয়ে ওই চালককে গাড়ি থেকে নামাতে গেলেই আমার বাঁ-হাতে কামড় বসিয়ে দেন তিনি।রক্তাক্ত আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যান। পরে বন্ধুদের ফোন করে ডাকি। এর পর একবালপুর থানায় ওই ক্যাব চালকের বিরুদ্ধে অভিযোগ করি। যদিও থানা থেকে এখনও ইতিবাচক কোনও সাড়া পাইনি।
আরও পড়ুন: তৎপর ট্যাক্সিকাকু, ঘরে ফিরল ‘রাগ’ করে বা়ড়ি ছাড়া কিশোরী