বিল জমা দেবেন কেব্‌ল-কর্মীরা

গ্রাহকের বিদ্যুৎ, মোবাইল, টেলিফোন বিল, বিমা এ বার থেকে জমা দেবেন সংশ্লিষ্ট এলাকার কেব্‌ল অপারেটর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৫ ০০:৪৩
Share:

গ্রাহকের বিদ্যুৎ, মোবাইল, টেলিফোন বিল, বিমা এ বার থেকে জমা দেবেন সংশ্লিষ্ট এলাকার কেব্‌ল অপারেটর। ডিজি কেব্‌ল নেটওয়ার্কের তরফে লোকেশ অগ্রবাল বৃহস্পতিবার জানান, ব্যবসায় এখন আর তেমন রোজগার নেই। ফলে কেব্‌ল অপারেটরদের আর্থিক অবস্থা ভাল নয়। তবে ওই সব বিলের জন্য গ্রাহকদের আলাদা কোনও খরচ দিতে হবে না। শুধু বিলের টাকা দিলেই হবে।

Advertisement

লোকেশ জানান, সিইএসসি, মোবাইল কোম্পানি ও বিমা সংস্থাগুলি একসঙ্গে অনেক বিল জমা দেওয়ার ক্ষেত্রে কমিশন দেয়। তা-ই কেব্‌ল অপারেটরদের আয়ের একটা রাস্তা হবে। সে দিকে লক্ষ রেখেই নানা ধরনের বিল মেটাতে গ্রাহকদের ছোটাছুটির বদলে কেব্‌ল অপারেটারের কর্মীরাই বিল, টাকা সংগ্রহ করে যথাস্থানে জমা দেবেন। ডিজি কেব্‌ল নেটওয়ার্কের তরফে জানানো হয়েছে, ৪ জুলাই থেকে ওই ব্যবস্থা চালু হবে। কেব্‌ল গ্রাহকদের বাড়িতে গিয়ে বিল মেটানোর এই নতুন পরিষেবার কথা জানাবেন অপারেটরের কর্মীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন