তারের জট মানলেন মেয়রও

শোভনবাবু আরও জানান, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন, রাজ্যের বিভিন্ন এলাকায় ভূপৃষ্ঠের বদলে কেব্‌লের তার নিয়ে যেতে হবে মাটির নীচ দিয়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০১৮ ০২:৩৪
Share:

কেব্‌ল স‌ংযোগে তারের জট ছেয়েছে কলকাতা শহরের সর্বত্র, এমন অভিযোগ বাড়ছিলই। এ বার তা স্বীকার করে নিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়ও। বিষয়টি নিয়ে পুরসভা কিছু ভাবছে কি না, বুধবার পুর অধিবেশনে সেই প্রশ্ন তোলেন বাম কাউন্সিলর মধুছন্দা দেব। উত্তরে মেয়র বলেন, ‘‘যে ভাবে তারের জঙ্গল বাড়ছে, তা ঠিক নয়। আমরা সেই তারের জট কেটে দিতেই পারি। কিন্তু অনেক সমস্যা আছে।’’ তিনি জানান, শহরের রাস্তার নীচ দিয়ে নিকাশি, পানীয় জল, বিদ্যুৎ, টেলিফোন-সহ বহু সংস্থার পাইপ এবং তার গিয়েছে। তাই সব দিক ভেবে এগোতে হবে। সময় লাগলেও তারের জঙ্গল হটাতে স্থায়ী ব্যবস্থা নেবে পুর প্রশাসন।

Advertisement

শোভনবাবু আরও জানান, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন, রাজ্যের বিভিন্ন এলাকায় ভূপৃষ্ঠের বদলে কেব্‌লের তার নিয়ে যেতে হবে মাটির নীচ দিয়ে। নবদিগন্ত ও সেক্টর ফাইভে সেই মতো কাজ হচ্ছে। কলকাতায় সেই নির্দেশ কী ভাবে কার্যকর করা যায়, তা নিয়ে সম্প্রতি পুরমন্ত্রীর ঘরে বৈঠকও হয়েছে। ভূগর্ভ দিয়ে তার নিয়ে যাওয়ার ব্যাপারে মাল্টি সিস্টেম অপারেটর (এমএসও) এবং স্থানীয় কেব্‌ল অপারেটরেরা কী ভাবছেন, তা তাঁদের পুর কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন