West Bengal News

পুজোর মুখে রাজ্যের স্বস্তি, অনুদানের সরকারি সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়, বলল হাইকোর্ট

রাজ্যের প্রায় ২৮ হাজার পুজো কমিটিকে ২৮ কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনগণের করের টাকা এ ভাবে অনুদান হিসাবে দেওয়া যায় কি না তা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার আবেদন জানানো হয়েছিল। কিন্তু বুধবার সেই আবেদন খারিজ করে দিয়ে আদালত জানিয়ে দিল,ক্লাবকে পুজো অনুদানের বিষয়টি আদালতগ্রাহ্য নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ১৩:৫৪
Share:

ফাইল চিত্র।

রাজ্যের প্রায় ২৮ হাজার পুজো কমিটিকে ২৮ কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনগণের করের টাকা এ ভাবে অনুদান হিসাবে দেওয়া যায় কি না তা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার আবেদন জানানো হয়েছিল। কিন্তু বুধবার সেই আবেদন খারিজ করে দিয়ে আদালত জানিয়ে দিল,ক্লাবকে পুজো অনুদানের বিষয়টি আদালতগ্রাহ্য নয়।

Advertisement

ওই জনস্বার্থ মামলার আবেদনকারীর বক্তব্য ছিল, দুর্গাপুজোয় বিশেষ একটি ধর্মীয় সম্প্রদায়কে অনুদান দিলে তা দেশের সংবিধানকে আঘাত করে। কারণ, বিশেষ কোনও ধর্মীয় সম্প্রদায়কে এমন অনুদান দিয়ে উৎসাহিত করা সংবিধান-বিরোধী। কিন্তু এ দিন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, আইনসভার সিদ্ধান্তে আদালত নাক গলাবে না। ওই বিষয়টি দেখার জন্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি রয়েছে। যদি কোনও সমস্যা থেকে থাকে, সেই বিষয়টি পাবলিক অ্যাকাউন্টস কমিটি দেখবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ।

সরকারি ওই সিদ্ধান্তের বিষয়ে জনস্বার্থ মামলার আবেদন জমা পড়ার পরগত ৫ অক্টোবর হাইকোর্ট তার উপর স্থগিতাদেশ দেয়। তার মেয়াদ ছিল গতকাল মঙ্গলবার পর্যন্ত। কিন্তু ওই দিন রাজ্যের ২৮ হাজার পুজো কমিটির প্রত্যেককে ১০ হাজার টাকা সরকারি অনুদান দেওয়ার উপরে সেই স্থগিতাদেশের মেয়াদ কালবৃহস্পতিবার পর্যন্ত বাড়িয়ে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারের জন্য আদালত শেষ পর্যন্ত মামলাটি গ্রহণ করবে কি না, এ দিন সেই রায় ঘোষণার কথা ছিল। কিন্তু শুনানি শেষে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় ক্লাবকে পুজো অনুদানের বিষয়টি আদালতের দেখার বিষয় নয়।

Advertisement

আরও পড়ুন: স্কুলে শিশুনিগ্রহ, ভাঙচুর-বিক্ষোভে রণক্ষেত্র ঢাকুরিয়া

আরও পড়ুন: প্ল্যাটফর্মে শিক্ষিকাকে মার, বাঁচাল চার ছাত্রী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন