বেহালার বড়িশা বিবেকানন্দ কলেজ চত্বরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুগত মারজিতকে নিগ্রহের ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হল।শনিবার রাত ন’টা নাগাদ কলেজের তরফে বেহালা থানায় এই অভিযোগ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগে কারও নাম নেই। অজ্ঞাতপরিচয় কিছু লোক কলেজ চত্বরে ঢুকে উপাচার্যকে নিগ্রহ এবং বিশৃঙ্খলা তৈরি করেছে বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।