Calcutta University

পথশিশুদের পাশে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, পুজোর আগে কলেজ স্ট্রিটে বস্ত্র দান

বৃহস্পতিবার কলেজ স্ট্রিটে এক অনুষ্ঠানের মাধ্যমে পথশিশুদের বর্ণপরিচয় ও বস্ত্র দান করলেন পড়ুয়ারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২২:১১
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উদ্যোগে পথ শিশুদের বস্ত্র দান অনুষ্ঠান।

বিদ্যাসাগরের ২০০তম জন্ম দ্বিশতবর্ষ। তার সঙ্গে সামনেই পুজো। দুই বিষয়কে মাথায় রেখেই পথ শিশুদের পাশে দাঁড়ালেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বৃহস্পতিবার কলেজ স্ট্রিটে এক অনুষ্ঠানের মাধ্যমে পথশিশুদের বর্ণপরিচয় ও বস্ত্র দান করলেন পড়ুয়ারা।

Advertisement

অনুষ্ঠানের উদ্যোক্তা পড়ুয়ারাই। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী, সহ উপাচার্য (অ্যাকাডেমিক)আশিস চট্টোপাধ্যায়, রেজিস্ট্রার দেবাশিস দাস, লাইব্রেরিয়ান সৌমিত্র সরকার এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

কলেজ স্ট্রিটের ওই অনুষ্ঠানে বেশ কয়েক জন পথশিশুকে নতুন জামাকাপড় দেওয়া হয়। উপহারগুলি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা। সেই সঙ্গে দেওয়া হয় বর্ণপরিচয়ের কপি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন