পথে একা বেরিয়ে গাড়িতে পিষ্ট শিশু

পুলিশ জানায়, এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ একাই রাস্তায় বেরিয়ে আসে দু’বছরের সৃষ্টি সাউ। সেই সময়ে আচমকাই সামনে চলে আসে একটি গাড়ি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৭ ০২:১২
Share:

সৃষ্টি সাউ

বাড়ির লোকজন খেয়াল করেননি। তাই খেলতে খেলতে রাস্তায় চলে এসেছিল বছর দুইয়ের শিশুটি। সেখানেই গাড়ির ধাক্কায় মৃত্যু হল তার। শুক্রবার সকালে বেহালার মনমোহন ব্যানার্জি রোডের ঘটনা।

Advertisement

পুলিশ জানায়, এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ একাই রাস্তায় বেরিয়ে আসে দু’বছরের সৃষ্টি সাউ। সেই সময়ে আচমকাই সামনে চলে আসে একটি গাড়ি। চালক ব্রেক কষে গাড়ি থামালেও তত ক্ষণে চাকার নীচে চলে গিয়েছে শিশুটি। ছুটে আসেন লোকজন। তাঁদের অভিযোগ, গাড়িটি খুব জোরে যাচ্ছিল বলেই চালক সময়মতো থামাতে পারেননি।

জখম শিশুটিকে প্রথমে নিউ আলিপুরের এক নার্সিংহোম ও পরে শরৎ বসু রোডের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যায় সৃষ্টি। চিকিৎসকেরা জানান, চিকিৎসার সময়টুকুও পাননি তাঁরা। সৃষ্টির পরিবার ও পড়শিরা জানান, ওই চালকই জখম সৃষ্টি ও তার পরিজনদের গাড়িতে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সৃষ্টির অবস্থার অবনতি হচ্ছে দেখেই সম্ভবত নিজের নিরাপত্তার কথা ভেবে পালিয়ে যান তিনি। রেখে যান গাড়িটি। পুলিশ অবশ্য প্রশ্ন তুলেছে বাড়ির লোকজনের গাফিলতি নিয়েও।

Advertisement

তদন্তকারী অফিসারদের প্রশ্ন, ওই রাস্তা দিয়ে যে অনবরত গাড়ি ও মোটরবাইক যায়, সৃষ্টির পরিবার কি তা জানত না? তা হলে শিশুটিকে একা ছেড়ে দেওয়া হল কেন? বাড়ির লোকজন কতটা অসতর্ক হলে দু’বছরের একটি শিশু রাস্তায় চলে আসতে পারে, সেটাও ভেবে দেখা দরকার। এক পুলিশ অফিসার বলেন, ‘‘এ সব ক্ষেত্রে চালকের ঘাড়ে পুরো দোষ চাপিয়ে দেওয়াটাই দস্তুর। কিন্তু এ ক্ষেত্রে আমি বলব, শিশুটির পরিবারের লোকজনের দোষেই দুর্ঘটনা ঘটেছে। রাস্তার ধারে বসবাস করলে এবং বাড়িতে বাচ্চা থাকলে অনেক বেশি সতর্ক থাকা উচিত।’’

সৃষ্টির পরিবারের অভিযোগের ভিত্তিতে এফআইআর করেছে পুলিশ। তবে রাস্ত পর্যন্ত ওই চালকের হদিস মেলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন