গাড়িচালককে ‘খুনের চেষ্টা’, গ্রেফতার মালিক

টাকাপয়সা সংক্রান্ত গোলমালের জেরে নিজের গাড়িচালককে মারধর করে তাঁর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক প্রৌঢ়কে। ধৃতের নাম মহম্মদ শাকিল সিদ্দিকি। আর জখম চালকের নাম মহম্মদ শাকিল। বৃহস্পতিবার ওই ঘটনা ঘটে তপসিয়া থানা এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ০১:২৪
Share:

টাকাপয়সা সংক্রান্ত গোলমালের জেরে নিজের গাড়িচালককে মারধর করে তাঁর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক প্রৌঢ়কে। ধৃতের নাম মহম্মদ শাকিল সিদ্দিকি। আর জখম চালকের নাম মহম্মদ শাকিল। বৃহস্পতিবার ওই ঘটনা ঘটে তপসিয়া থানা এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রের খবর, আদতে বিহারের বাসিন্দা, বছর পঁচিশের মহম্মদ শাকিল থাকেন তপসিয়া সেকেন্ড লেনে। এ দিন সকাল আটটা নাগাদ তাঁর মালিক, সাতান্ন বছরের মহম্মদ শাকিল সিদ্দিকি সেখানে আসেন টাকাপয়সার গরমিল নিয়ে কথা বলতে। অভিযোগ, সেই সময়ে আচমকাই ওই যুবককে মারধর শুরু করেন তিনি। এমনকী, একটি লোহার রড দিয়েও তাঁর মাথায় আঘাত করেন। ওই যুবক রাস্তায় পড়ে যান। অভিযোগ, এর পরে ওই যুবকের উপর দিয়ে গাড়ি চালিয়ে তাঁকে মেরে ফেলার চেষ্টা করেন গাড়ির মালিক। কিন্তু কোনও রকমে চালক প্রাণে বেঁচে যান।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে থাকা এক ব্যক্তির তৎপরতায় কোনও মতে গাড়ির চাকার তলা থেকে বেরিয়ে আসতে পারেন গাড়িচালক মহম্মদ শাকিল। তবে তাঁর মাথায় চোট লাগে।

Advertisement

পরে তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রৌঢ়কে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন