নিউ টাউনে গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের

রবিবার রাত ৮টার কিছু পরে নিউ টাউন থেকে হাতিশালা যাওয়ার পথে ছ’লেনের রাস্তায় এক মোটরবাইক চালক একটি গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ০২:৪৫
Share:

প্রতীকী ছবি।

পরিকাঠামোর উন্নয়ন থেকে শুরু করে নজরদারি বাড়ানো এবং সচেতনতার প্রচারেও দুর্ঘটনা অব্যাহত বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায়।

Advertisement

রবিবার রাতে নিউ টাউন এবং ভিআইপি রোডে দু’টি দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক জন। আহতকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, পুলিশ কড়া পদক্ষেপ না করলে দুর্ঘটনা ঘটতেই থাকবে।

রবিবার রাত ৮টার কিছু পরে নিউ টাউন থেকে হাতিশালা যাওয়ার পথে ছ’লেনের রাস্তায় এক মোটরবাইক চালক একটি গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন। দ্রুত নিউ টাউনের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতের নাম মহম্মদ রিয়াজুল ওরফে কাজল (২৮)। পুলিশ জানিয়েছে, মোটরবাইক চালকের মাথায় হেলমেট ছিল না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক মাসে একাধিক দুর্ঘটনা ঘটেছে ছ’লেনের ওই রাস্তায়। গার্ড ওয়াল থাকলেও চালকদের একাংশ আমলই দেন না। আবার পুলিশি নজরদারিও কম। তাঁদের আরও অভিযোগ, নিউ টাউন টেকনো সিটি থানা সদ্য তৈরি হয়েছে। ফলে ছ’লেনের রাস্তার কিছু অংশ ওই থানার আওতায় পড়েছে। সেখানে কিছু ঘটলে এলাকাটি কলকাতা লেদার কমপ্লেক্স থানা না কি নিউ টাউনের থানার আওতায় পড়বে, তা ঠিক করতেই সময় চলে যায়। সাধারণ মানুষ কোন থানায় যাবেন, তা নিয়েও বিভ্রান্তি দেখা দেয়।

Advertisement

অন্য দিকে, রবিবারই রাতেই ভিআইপি রোডে জোড়ামন্দিরের কাছে একটি দুর্ঘটনা ঘটে। বাগুইআটির একটি বাজারের ব্যবসায়ী গোবিন্দ ঘোষ জ্যাংড়ার দিকে যাচ্ছিলেন। একটি লরি তাঁর বাইকে পিছন থেকে ধাক্কা মারে। বাইক সমেত চালক ছিটকে পড়ে লরির তলায় চলে যান। স্থানীয় লোকজন লরিচালককে গাড়ি থামাতে বললেও সেটি থামেনি বলে অভিযোগ। লরিটি বেশ কিছু দূর হিঁচড়ে নিয়ে যায় বাইকচালককে। পরে লরি থামলে আহত ব্যক্তিকে বাগুইআটির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রের খবর। পুলিশ জানিয়েছে, বাইক চালকের মাথায় হেলমেট ছিল।

বিধাননগর পুলিশের এক কর্তা জানান, নজরদারির সময়সীমা বাড়ানো হয়েছে। তবে চালকদের একাংশের হুঁশ ফিরছে না। পুলিশ সূত্রের খবর, ছ’লেনের রাস্তায় নজরদারি বাড়ানোর প্রক্রিয়া চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন