মদের আসরের প্রতিবাদ করায় মারধর

মদ্যপানের প্রতিবাদ করায় এক কেয়ারটেকার এবং তাঁর ছেলেকে মারধরের অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে। কেয়ারটেকারকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন তাঁর স্ত্রী। মারধরের পাশাপাশি তাঁকে যৌন নিগ্রহ করা হয় বলেও অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৮ ০৩:৩৯
Share:

প্রতীকী ছবি।

মদ্যপানের প্রতিবাদ করায় এক কেয়ারটেকার এবং তাঁর ছেলেকে মারধরের অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে। কেয়ারটেকারকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন তাঁর স্ত্রী। মারধরের পাশাপাশি তাঁকে যৌন নিগ্রহ করা হয় বলেও অভিযোগ। এমনকি, দুষ্কৃতীরা ওই মহিলার ব্যাগও চুরি করে পালায়। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে নিউ টাউনের ২৭১ নম্বর স্ট্রিটে একটি নির্মীয়মাণ বাড়িতে। কেয়ারটেকারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম কামালউদ্দিন ঢালি, জাকির হোসেন ঢালি, কমল ঢালি ওরফে ছোটবাবু এবং সাদিক হোসেন ঢালি ওরফে নটু।

Advertisement

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ ওই বাড়ির কেয়ারটেকার দেখেন চার যুবক বাড়ির চত্বরে মদ্যপান করছে। তিনি প্রতিবাদ করায় তাঁকে মারধর করতে থাকে ধৃতেরা। বাবাকে বাঁচাতে ছেলে এগিয়ে এলে তিনিও আক্রান্ত হন। সে সময়ে ঘরে ঘুমোচ্ছিলেন কেয়ারটেকারের স্ত্রী। চেঁচামেচি শুনে তিনি বাইরে এসে দেখেন, তাঁর স্বামী ও ছেলেকে মারধর করছে কয়েক জন যুবক। তিনি ঘটনার প্রতিবাদ করেন।

ওই গৃহবধূ অভিযোগে জানিয়েছেন, গোলমাল চলাকালীন কামালউদ্দিন তাঁকে টানতে টানতে বাড়ির দোতলায় নিয়ে যায়। সেখানে তাঁকে যৌন নিগ্রহ করা হয়। এমনকী, তাঁর মোবাইল ও ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ব্যাগে ছিল কিছু টাকা, কেয়ারটেকারের ভোটার কার্ড এবং প্যান কার্ড।

Advertisement

প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে, ধৃতেরা নিউ টাউনের থাকদাঁড়ি এলাকার বাসিন্দা। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, নির্মীয়মাণ বাড়িগুলিতে এই ধরনের অপরাধমূলক ঘটনা ঘটলে শুধু কেয়ারটেকারের পক্ষে তার মোকাবিলা করা সম্ভব নয়। কী ভাবে এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব, তা নিয়ে পদক্ষেপ করুক প্রশাসন।

বিধাননগর পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরেই অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি নির্মীয়মাণ বাড়িগুলিতে নজরদারি আরও জোরদার করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন