সিসিটিভি ভাঙচুরে অভিযুক্ত পড়ুয়ারা

শুক্রবার রাতে ঘটনাটি ঘটলেও শনিবার রাত পর্যন্ত এর সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ জানিয়েছে, ওই শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রারের অভিযোগ, বুধবার রাতে এক দল ছাত্র লাঠিসোটা নিয়ে এসে ক্যাম্পাসের গেটে লাগানো সিসিটিভি ভাঙতে শুরু করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৭ ০১:১৭
Share:

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট।

ক্যাম্পাসের গেটে লাগানো সিসিটিভি ভেঙে তার রেকর্ডার লুঠ করার অভিযোগ উঠল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের কয়েক জন পড়ুয়ার বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটলেও শনিবার রাত পর্যন্ত এর সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ জানিয়েছে, ওই শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রারের অভিযোগ, বুধবার রাতে এক দল ছাত্র লাঠিসোটা নিয়ে এসে ক্যাম্পাসের গেটে লাগানো সিসিটিভি ভাঙতে শুরু করে। কর্তব্যরত নিরাপত্তারক্ষী বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পঞ্চসায়র থানা।

Advertisement

পুলিশ জানায়, তদন্তে জানা গিয়েছে, ক্যাম্পাসে সিসিটিভি বসানোর কথা আগেই জানিয়েছিলেন কর্তৃপক্ষ। ছাত্রদের একাংশ তার বিরোধিতা করেছিলেন। সেই ক্ষোভ থেকেই শুক্রবার রাতের হামলা কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় অভিযুক্ত হিসেবে কয়েক জন ছাত্রের নাম জানা গিয়েছে। তাঁরা সত্যিই ঘটনার সঙ্গে জড়িত কি না, সে ব্যাপারে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আক্রান্ত নিরাপত্তারক্ষীকেও। প্রয়োজনে ক্যাম্পাসের অন্য পড়ুয়াদের সঙ্গেও কথা বলা হবে বলে লালবাজার সূত্রে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement