সেরার শিরোপা

ই-পরিষেবায় দেশের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে পুরস্কার পাচ্ছে কলকাতা পুরসভা। নগরোন্নয়ন মন্ত্রক কলকাতা পুরসভার কমিশনারকে চিঠিতে তা জানিয়েছে। জুনের শেষে দিল্লির বি়জ্ঞান ভবনে ওই পুরস্কার প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেয়র শোভন চট্টোপাধ্যায় বুধবার জানান, পুর-পরিষেবা স্বচ্ছ রাখতে গত পাঁচ বছরে তাঁরা বিভিন্ন ক্ষেত্রে ই-পরিষেবা চালু করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০১৫ ০০:০১
Share:

ই-পরিষেবায় দেশের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে পুরস্কার পাচ্ছে কলকাতা পুরসভা। নগরোন্নয়ন মন্ত্রক কলকাতা পুরসভার কমিশনারকে চিঠিতে তা জানিয়েছে। জুনের শেষে দিল্লির বি়জ্ঞান ভবনে ওই পুরস্কার প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেয়র শোভন চট্টোপাধ্যায় বুধবার জানান, পুর-পরিষেবা স্বচ্ছ রাখতে গত পাঁচ বছরে তাঁরা বিভিন্ন ক্ষেত্রে ই-পরিষেবা চালু করেছেন। তার পরিধি বাড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ও এই পুরস্কার পাওয়ার কথা ফেসবুকে উল্লেখ করেছেন। এ দিনই মেয়র পরিষদের বৈঠকে কলকাতার পুরসভার নতুন ১৬ নম্বর বরোর অনুমোদন হয়। ১২৩, ১২৪, ১২৫, ১২৬ এবং ১৪২, ১৪৩, ১৪৪ নম্বর ওয়ার্ড নিয়ে হচ্ছে ওই বরো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন