ধারা ঠিক হয়নি, পিছোল চার্জ গঠন

আলিপুর আদালত সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৩০৪এ (গাফিলতির কারণে মৃত্যু) না ৩০৪ পার্ট-টু (অনিচ্ছাকৃত ভাবে মৃত্যু ঘটানো)— কোন ধারায় মামলার চার্জ গঠন করা হবে, সেই সিদ্ধান্ত নিম্ন আদালতকেই নিতে হবে বলে নির্দেশ রয়েছে হাইকোর্টের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৯ ০১:৫২
Share:

বিক্রম-সোনিকা

ধারা ঠিক না হওয়ায় ফের পিছিয়ে গেল সোনিকা-মৃত্যু মামলার চার্জ গঠন। সোমবার আলিপুর আদালতের ষষ্ঠ বিচারকের এজলাসে ওই মামলার শুনানি ছিল। হাজির ছিলেন অভিযুক্ত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। এই মামলার শুনানি দ্রুত করার নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে কলকাতা হাইকোর্ট।

Advertisement

আলিপুর আদালত সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৩০৪এ (গাফিলতির কারণে মৃত্যু) না ৩০৪ পার্ট-টু (অনিচ্ছাকৃত ভাবে মৃত্যু ঘটানো)— কোন ধারায় মামলার চার্জ গঠন করা হবে, সেই সিদ্ধান্ত নিম্ন আদালতকেই নিতে হবে বলে নির্দেশ রয়েছে হাইকোর্টের। এ দিন বিক্রমের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা বলেন, ‘‘কোন ধারায় চার্জ গঠন করা হবে তার শুনানি আগামী ২২ অগস্ট হবে বলে জানিয়েছেন বিচারক।’’

২০১৭ সালের ২৯ এপ্রিল লেক মলের সামনে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় অভিনেত্রী সোনিকা চৌহানের। চালকের আসনে ছিলেন বিক্রম। দুর্ঘটনায় তিনিও গুরুতর জখম হন। বিক্রমের বিরুদ্ধে অনিচ্ছাকৃত ভাবে মৃত্যু ঘটানোর মামলা রুজু করেন সোনিকার পরিজনেরা। তার ভিত্তিতে বিক্রমকে গ্রেফতার করা হয়। এখন জামিনে রয়েছেন তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন