Child

তড়িদাহত হয়ে মৃত্যু

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খেলতে খেলতেই ওই বিদ্যুতের তারে হাত দেয় শিশুটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ জুলাই ২০২০ ০১:০৬
Share:

—প্রতীকী চিত্র।

আমপানে নিজের এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ায় পাশের পাড়া থেকে ‘হুকিং’ করে বাড়িতে সংযোগ নিয়েছিলেন এক ব্যক্তি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেও বন্ধ করেননি সেই বেআইনি সংযোগ। বিপজ্জনক ভাবে থাকা ওই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ছ’বছরের একটি শিশুর। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার কদম্বগাছির হেমন্ত বসু নগরে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মৃত শিশুটির নাম উজান বিশ্বাস।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খেলতে খেলতেই ওই বিদ্যুতের তারে হাত দেয় শিশুটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। উজানের বাবা কুলেশ্বর বিশ্বাস পেশায় ঠিকা শ্রমিক। কাজের সূত্রে ছত্তীসগঢ়ে থাকেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে শুক্রবার বাড়ি পৌঁছে কান্নায় ভেঙে পড়েন তিনি। তাঁর কথায়, ‘‘ওরা যদি বিদ্যুৎ চুরি না করত, তা হলে ছেলেটাকে এ ভাবে মরতে হত না।’’ ওই ব্যক্তির নামে দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ করেছে মৃতের পরিবার। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মেঘনাদ প্রামাণিককে আটক করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন