হঠাৎ বিশপ বদল ঘিরে বিতর্ক

কলকাতা ডায়োসেস যাঁর অধীনে, সেই চার্চ অব নর্থ ইন্ডিয়া (সিএনআই) কর্তৃপক্ষের তরফে অবশ্য ‘সরানো’ শব্দটি ঠিক নয় বলে দাবি করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ জুন ২০১৯ ০২:২৬
Share:

শহরের বিভিন্ন মিশনারি স্কুলের প্রশাসনে তাঁর ‘হস্তক্ষেপ’ নিয়ে ক্ষোভ দানা বাঁধছিল বেশ কিছু দিন ধরেই। ‘চার্চ অব নর্থ ইন্ডিয়া’-র অন্তর্গত বিভিন্ন স্কুল কোনও ব্যক্তির মুনাফার জন্য চলতে পারে না বলে কিছু রদবদলও ঘটিয়েছিলেন তিনি। সোমবার আচমকাই কলকাতার সেই বিশপ প্রবালকান্ত দত্তকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হল। তাঁর বদলে নতুন বিশপ হয়েছেন পরিতোষ ক্যানিং।

Advertisement

কলকাতা ডায়োসেস যাঁর অধীনে, সেই চার্চ অব নর্থ ইন্ডিয়া (সিএনআই) কর্তৃপক্ষের তরফে অবশ্য ‘সরানো’ শব্দটি ঠিক নয় বলে দাবি করা হয়েছে। তাঁদের অন্যতম মুখপাত্র জোশুয়া রত্নম বলেন, ‘‘এটা নিতান্তই রুটিন বদলি। বিশপ প্রবালকে দুর্গাপুর ডায়োসেসের বিশপ করা হয়েছে।’’ কয়েক মাস আগে গত অক্টোবরে কলকাতার বিশপ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন প্রবালবাবু। দুর্গাপুর ডায়োসেসেও অনেক আগে থেকেই বিশপ ছিলেন তিনি। এত দিন কলকাতার সঙ্গে দুর্গাপুরের দায়িত্বও সামলাচ্ছিলেন প্রবাল।

সিএনআই-এর কর্মক্ষেত্রে (সিনোড) বিভিন্ন শীর্ষ স্তরের পদাধিকারীদের অন্যতম প্রবাল গোটা সিনোডের ডেপুটি মডারেটরের দায়িত্বও পালন করছেন। এ দিন সকালে দিল্লিতে সিনোডের এগজিকিউটিভ কমিটির বৈঠকে গিয়েছিলেন তিনি। সেই বৈঠকের পরেই হঠাৎ ‘অপসারণ’-এর খবর পান তিনি। ‘ক্ষুব্ধ’ বিশপ পরে ফোনে বলেছিলেন, ‘‘যা বুঝছি, দক্ষ, স্বচ্ছ চরিত্রের পদাধিকারীদের সিএনআই কর্তৃপক্ষ রাখতে চান না।’’ বিশপ হিসেবে কলকাতা ও আশপাশের স্কুল-কলেজের ম্যানেজিং কমিটিরও ‘মাথা’ ছিলেন প্রবাল। সেই সব শিক্ষাঙ্গনে ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে প্রশাসনের নানা কাজে ‘স্বচ্ছতা’র অভাব নিয়েও বারংবার মুখ খুলেছেন সদ্য প্রাক্তন বিশপ।

Advertisement

গত কয়েক মাসেই বিশপের ‘হস্তক্ষেপে’ কয়েকটি স্কুলের কর্তাদের সরানো হয়েছিল। তা নিয়ে বিভিন্ন স্কুলকর্তার ক্ষোভও রয়েছে। কারও কথা না শুনে একতরফা দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে প্রবালের বিরুদ্ধে। সেই প্রসঙ্গে প্রবালবাবু এ দিন বলেন, ‘‘মনে হচ্ছে না, সিএনআই কর্তৃপক্ষ স্বচ্ছতার প্রক্রিয়া চান!’’

তাঁর ভূমিকা নিয়ে তদন্তে একটি কমিটিও গড়া হয়েছে বলে তিনি জানান। তাঁর ক্ষোভ, কেন, কীসের তদন্ত, তা পরিষ্কার না-হতেই তাঁকে সরানো হল। সিনোডের তরফে অবশ্য প্রবালের অভিযোগ নিয়ে কেউ কথা বলতে চাননি। নতুন বিশপ পরিতোষবাবু ব্যারাকপুর ডায়োসেসের বিশপ ছিলেন। সেই সঙ্গে কলকাতার দায়িত্বও এ বার তাঁর উপরে। তিনি কোনও বিতর্ক নিয়ে মন্তব্য করতে চাননি। শুধু বলেছেন, ‘‘কিছু ক্ষত রয়েছে, বুঝতে পারছি। তাতে প্রলেপ দিয়ে সারিয়ে তুলতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন