ধৃতের সিআইডি হেফাজত

সিআইডি সূত্রে খবর, প্রায় কুড়ি বছর ধরে একবালপুরের এক বেসরকারি হাসপাতালে তিনি গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট হিসেবে কাজ করার পাশাপাশি বেশ কিছু চেম্বারেও বসতেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০১৭ ০০:৩০
Share:

আদালতে অজিত। রবিবার। ছবি: স্নেহাশিস ভট্টাচার্য

ধৃত ভুয়ো চিকিৎসক অজিত তিওয়ারির ১৪ দিনের সিআইডি হেফাজত হল। শনিবার খিদিরপুর থেকে ধরা হয় ওই চিকিৎসককে।

Advertisement

সিআইডি সূত্রে খবর, প্রায় কুড়ি বছর ধরে একবালপুরের এক বেসরকারি হাসপাতালে তিনি গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট হিসেবে কাজ করার পাশাপাশি বেশ কিছু চেম্বারেও বসতেন। জেলাতেও বিভিন্ন নার্সিংহোমে তিনি চিকিৎসা করতেন। একবালপুরের হাসপাতালে তিনি এমবিবিএস বলে একটি সার্টিফিকেট দেখিয়ে চিকিৎসা শুরু করেছিলেন।

সিআইডি সূত্রে খবর, জেরায় অজিত তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কখনও দাবি করছেন, অসম থেকে এমবিবিএস পাস করেছেন। কখনও বলছেন তিনি হোমিওপ্যাথি চিকিৎসক। গোয়েন্দারা জানতে পেরেছেন, অজিত আসলে বি কম পাশ। তাঁর রেজিস্ট্রেশন নম্বর অসমের। পুরো বিষয়টি খতিয়ে দেখতে গোয়েন্দারা আরও জেরা করতে চাইছেন। একবালপুরের ওই হাসপাতাল কর্তৃপক্ষকেও জেরা করা হতে পারে। ধৃতের বাড়িতেও তল্লাশি চালিয়েছে সিআইডি। ১৪ জুন তাঁকে ফের আদালতে হাজির করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement