পুলিশের মানবিক মুখ

পুলিশের মানবিক মুখ দেখল শহর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৭ ০৩:০৩
Share:

পুলিশের মানবিক মুখ দেখল শহর।

Advertisement

পুলিশ জানায়, শনিবার রাতে হাওড়া থেকে বাসে উঠেছিলেন তপসিয়ার বাসিন্দা, পেশায় ওযুধ সংস্থার কর্মী গৌতম মাইতি। তিনি নেমে যান সিআইটি রোডে লেডিজ পার্কের কাছে। কিন্তু সঙ্গে থাকা ব্যাগটি নিতে ভুলে যাওয়ায় তিনি সঙ্গে সঙ্গে পার্ক সার্কাস ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট সারকান আহমেদকে ঘটনাটি জানান। ওই যাত্রীকে তাঁর বাইকে চাপিয়ে বাসটির পিছু ধাওয়া করেন সার্জেন্ট। বাসের টিকিটের সূত্র ধরে বাইপাসে পরমা আইল্যান্ডের কাছে বাসটিকে ধরেন তিনি। হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেয়ে বাসযাত্রী গৌতমবাবু বলেন, ‘‘পুলিশের এ-হেন ভূমিকাকে প্রশংসা করতেই হয়। ওই সার্জেন্ট না থাকলে ব্যাগ ফেরত পেতাম না।’’ কলকাতা পুলিশের এক ট্র্যাফিক কর্তা বলেন, ‘‘ওই ট্র্যাফিক সার্জেন্টকে পুরস্কৃত করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন