Violence

দখলদারি ঘিরে সংঘর্ষ

পুলিশ সূত্রের খবর, ওই এলাকায় দীর্ঘ দিন ধরে ইমারতি দ্রব্য সরবরাহের ব্যবসা করেন বিশ্বজিৎ বিশ্বাস নামে এক ব্যক্তি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২০ ০২:৫৩
Share:

প্রতীকী ছবি

এলাকায় ইমারতি দ্রব্য সরবরাহের দখলদারি কার হাতে থাকবে, তা নিয়ে গোলমালে ধুন্ধুমার বাধল পর্ণশ্রী থানার মুচিপাড়ায়। বৃহস্পতিবার গভীর রাতে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েক জন আহত হন। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, ওই এলাকায় দীর্ঘ দিন ধরে ইমারতি দ্রব্য সরবরাহের ব্যবসা করেন বিশ্বজিৎ বিশ্বাস নামে এক ব্যক্তি। সম্প্রতি জয় দাস ওরফে গুলে নামে এক যুবকও ওই ব্যবসায় নামে। তার পর থেকেই কে এলাকায় ইমারতি দ্রব্য সরবরাহ করবে, সেই নিয়ে অশান্তি শুরু হয়।

অভিযোগ, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র নিয়ে বিশ্বজিৎ ও তার সঙ্গীরা জয়ের বাড়িতে চড়াও হয়। পাল্টা রুখে দাঁড়ায় জয়ের লোকজনও। অভিযোগ, বিশ্বজিতের সঙ্গীদের অস্ত্রের আঘাতে জখম হয় জয় এবং তার কয়েক জন সঙ্গী। তাদের বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

ঘটনার পরে বিশ্বজিতের লোকজন পালাতে গেলে জয়ের সঙ্গীরা তিন জনকে ধরে ফেলে। বাকিরা অবশ্য পালায়। দুষ্কৃতীদের ফেলে যাওয়া তিনটি বাইকে জয়ের লোকজন ভাঙচুর চালায় বলেও অভিযোগ। খবর পেয়ে পৌঁছয় পর্ণশ্রী থানার পুলিশ। জয়ের লোকজনই তাদের হাতে তুলে দেয় বিশ্বজিতের তিন সঙ্গীকে। কী কারণে এই সংঘর্ষ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement