WestBengal

টিএমসিপি-র গোষ্ঠীদ্বন্দ্বে বুধবার পর্যন্ত ক্লাস বন্ধ জয়পুরিয়া কলেজে

টিএমসিপি-র গোষ্ঠী সংঘর্ষের জেরে বুধবার পর্যন্ত ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিল জয়পুরিয়া কলেজ কর্তৃপক্ষ। পরীক্ষার সময় অশান্তি এড়ানোর জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৬ ২০:২৯
Share:

টিএমসিপি-র গোষ্ঠী সংঘর্ষের জেরে বুধবার পর্যন্ত ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিল জয়পুরিয়া কলেজ কর্তৃপক্ষ। পরীক্ষার সময় অশান্তি এড়ানোর জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

Advertisement

কলেজ সূত্রের খবর, কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রায় দিনই কলেজ ক্যাম্পাসের মধ্যে বাঁশ, লাঠি, হকিস্টিক দিয়ে পড়ুয়াদের মধ্যে মারামারি চলতে শুরু করে। গত ২৪ অগস্ট তা খুব আকার ধারণ করেছিল। কলেজ জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এর পরই কলেজ কর্তৃপক্ষের তরফে শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়। কিন্তু তাতে কর্তৃপক্ষের চিন্তা কমেনি। বুধবার পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলবে। সেই পরীক্ষার জন্য অন্য একটি কলেজের পড়ুয়াদের সিট পড়েছে এই কলেজে। গোষ্ঠী সংঘর্ষ যে ভাবে কলেজে রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে তাতে পরীক্ষার সময়ও অশান্তি হওয়ার আশঙ্কা করছেন কলেজ কর্তৃপক্ষ। সে কারণেই এ দিন বুধবার পর্যন্ত ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত।

আরও পড়ুন: ‘কাল মামলা তুলে নিন, ১৫ দিনে ৬৫ হাজার শিক্ষক নিয়োগ করব’

Advertisement

ঘটনাচক্রে এ দিনই মেয়ো রোডে ছাত্রদের সহবতের উপদেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সে দিনই জয়পুরিয়া কলেজের এই সিদ্ধান্তে দলে তৃণমূলের ছাত্র পরিষদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement