নববর্ষের রাতে পাড়ায় গোষ্ঠী বিবাদ

নববর্ষের রাতে বহিরাগত এক মহিলাকে কেন্দ্র করে একই পাড়ার দুই গোষ্ঠীর বিবাদে জখম হয়েছেন চার জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২০ ০১:৫১
Share:

প্রতীকী ছবি।

নববর্ষের রাতে বহিরাগত এক মহিলাকে কেন্দ্র করে একই পাড়ার দুই গোষ্ঠীর বিবাদে জখম হয়েছেন চার জন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার কন্দর্পপুরে। ওই ঘটনায় বৃহস্পতিবার রাতে তিন জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন ওই পাড়ার কয়েক জন যুবক এক বহিরাগত মহিলার সঙ্গে রাস্তায় অভব্য আচরণ করছিল বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করেন পাড়ার কয়েক জন বাসিন্দা। এর পরেই দু’পক্ষের বচসা শুরু হয়।

অভিযোগ, প্রতিবাদকারীদের উপরে চড়াও হয় অভিযুক্ত যুবকেরা। প্রথমে চার জন ওই প্রতিবাদকারীদের মারধর করে। পরে বাইরে থেকে আরও জনা পনেরো যুবক পাড়ায় এসে প্রতিবাদকারী যুবকদের উপর চড়াও হয় এবং মারধর করে বলে অভিযোগ। তিন প্রতিবাদী যুবকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। পুলিশ সূত্রের খবর, তাঁদের বাড়িতেও হামলা চালানো হয়। সে রাতেই জখমদের এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

যে মহিলাকে কেন্দ্র করে এই গন্ডগোলের সূত্রপাত, তাঁরও খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের জেরা করে তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement