Social Distancing

দূরত্ব-বিধি মেনে যাতায়াত করুন, পরামর্শ মুখ্যমন্ত্রীর

পথচারীরা যাতে ধীরে-সুস্থে রাস্তা পার হতে পারেন, সে জন্য ট্র্যাফিক পুলিশকেও সিগন্যাল নিয়ন্ত্রণ করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ জুলাই ২০২০ ০৩:৩৪
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ছবি পিটিআই।

আনলক-২ পর্বে খুলে গিয়েছে দোকান, শপিং মল-সহ সরকারি এবং বেসরকারি অফিস। রাস্তায় বেড়েছে যানবাহন ও লোকের সংখ্যা। কিন্তু দূরত্ব-বিধি মেনে যাতায়াত করা দরকার। বুধবার কলকাতা ট্র্যাফিক পুলিশের ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর চতুর্থ বার্ষিক অনুষ্ঠানে মানুষকে এ ভাবেই সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘অনেককেই দেখছি, একসঙ্গে ঘেঁষাঘেঁষি করে রাস্তা পেরোচ্ছেন। তাঁদের অনুরোধ, দূরত্ব বজায় রেখে রাস্তা পারাপার করুন।’’

Advertisement

পথচারীরা যাতে ধীরে-সুস্থে রাস্তা পার হতে পারেন, সে জন্য ট্র্যাফিক পুলিশকেও সিগন্যাল নিয়ন্ত্রণ করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে দূরত্ব-বিধি বজায় রেখে কী ভাবে পথচারীদের রাস্তা পেরোতে দেওয়া যায়, পুলিশকে তা খতিয়ে দেখতে বলেছেন। এ দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, ২০১৬ সালে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি গ্রহণের পর থেকে শহরের রাস্তায় দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অনেক কমেছে।

তবে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমলেও বর্তমান পরিস্থিতিতে কিছু সুরক্ষা-বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘মোটরবাইক নিয়ে বেরোলে মাস্ক, হেলমেট এবং গ্লাভস পরা প্রয়োজন। তাতে অসুবিধা হবে জানি। কিন্তু এখন এটাই নিরাপদ।’’ পাশাপাশি রাস্তাঘাটে যেখানে-সেখানে মানুষকে বসতেও বারণ করেছেন তিনি। কারণ, সেখানে আগে কেউ বসেছেন কি না বা তিনি সংক্রমিত কি না, তা জানা নেই কারও।

Advertisement

এ দিন ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি উপলক্ষে বিধাননগরে মোটরবাইক র‌্যালির আয়োজন করা হয়। পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনা বলেন, ‘‘বাইকচালকদের কাছে অনুরোধ, হেলমেটের পাশাপাশি মাস্ক পরে গাড়ি চালান। করোনা মোকাবিলায় প্রশাসনের নির্দেশ মেনে চলুন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন