ফাঁকা সংরক্ষিত আসন ভরাতে আর্জি

নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ জয়দীপ ষড়ঙ্গী আগে জানিয়েছিলেন, তাঁর কলেজে তফসিলিভুক্ত পড়ুয়াদের জন্য নির্দিষ্ট প্রায় ৭০০ আসন ফাঁকা রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০১৯ ০০:৫২
Share:

প্রতীকী ছবি।

স্নাতক স্তরে দ্বিতীয় দফায় ভর্তি প্রক্রিয়া শুরুর পরে কলেজগুলিতে আরও বেশ কিছু আসন ভরেছে বলে উচ্চশিক্ষা দফতর সূত্রের খবর। তবে এর পরেও কলেজে কলেজে কিছু সংরক্ষিত আসন ফাঁকা থেকে যাওয়ার সম্ভাবনা। এ বার ওই আসনগুলিতে যাতে সাধারণ পড়ুয়ারা সুযোগ পান, সে জন্য আবেদন জানাচ্ছেন বিভিন্ন কলেজের অধ্যক্ষেরা।

Advertisement

নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ জয়দীপ ষড়ঙ্গী আগে জানিয়েছিলেন, তাঁর কলেজে তফসিলিভুক্ত পড়ুয়াদের জন্য নির্দিষ্ট প্রায় ৭০০ আসন ফাঁকা রয়েছে। মঙ্গলবার তিনি জানান, দ্বিতীয় দফায় ভর্তির পোর্টাল খোলার পরে সেই সংখ্যা অনেক কমেছে। কিন্তু তা-ও কিছু আসন ফাঁকা রয়েছে। সেই আসনগুলি অসংরক্ষিত করে দেওয়ার আবেদন জানাবেন তাঁরা, যাতে সব ধরনের পড়ুয়ারা ভর্তির সুযোগ পান। চিত্তরঞ্জন কলেজের অধ্যক্ষ

শ্যামলেন্দু চট্টোপাধ্যায় জানালেন, দ্বিতীয় দফার ভর্তি প্রক্রিয়ার পরে তাঁর কলেজে ৭৫ শতাংশ আসন পূরণ হওয়ার সম্ভাবনা। তাঁরা ইতিমধ্যেই বাকি আসন পূরণের জন্য বিকাশ ভবনে সেগুলি অসংরক্ষিত করার আর্জি জানিয়েছেন।

Advertisement

মণীন্দ্রচন্দ্র কলেজের অধ্যক্ষ মন্টুরাম সামন্ত আবার জানান, দু’দফায় তাঁর কলেজের সিংহভাগ আসনই পূরণ হয়ে যাচ্ছে। সংরক্ষিত আসন যা ফাঁকা রয়েছে, সেগুলি অসংরক্ষিত করার জন্য তিনিও আবেদন করবেন। প্রসঙ্গত, দ্বিতীয় দফার ভর্তি প্রক্রিয়া আজ বুধবার শেষ হচ্ছে। উচ্চশিক্ষা দফতর সবুজ সঙ্কেত দিলে এর পরে সংরক্ষিত ফাঁকা আসনে ফের কলেজগুলি ভর্তি নিতে পারবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন