রেষারেষি, আহত বাসের পাঁচ যাত্রী

দুই বাসের রেষারেষির জেরে আহত হলেন যাত্রীরা। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে উল্টোডাঙার মোড়ে। ঘটনায় আহত হন পাঁচ যাত্রী। গ্রেফতার করা হয়েছে একটি বাসের চালককে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম জামির মণ্ডল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৬ ০০:০৪
Share:

দুই বাসের রেষারেষির জেরে আহত হলেন যাত্রীরা। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে উল্টোডাঙার মোড়ে। ঘটনায় আহত হন পাঁচ যাত্রী। গ্রেফতার করা হয়েছে একটি বাসের চালককে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম জামির মণ্ডল।

Advertisement

পুলিশ সূত্রের খবর, যাত্রী তোলা নিয়ে বারুইপুর-বারাসত এবং গড়িয়া-বারাসত রুটের দু’টি বাসের মধ্যে এ দিন সকালে রেষারেষি শুরু হয়। দু’টি বাসই বাইপাসের দিক থেকে আসছিল বলে জানিয়েছে পুলিশ। গড়িয়া-বারাসত রুটের বাসটি সামনে ছিল। উল্টোডাঙা মোড়ের কাছে আসার পরে বাসটি আচমকাই দাঁড়িয়ে পড়ে। একদম পিছনেই থাকা বারুইপুর-বারাসত রুটের বাসটি সজোরে ব্রেক কষতে বাধ্য হয়। এর ফলে পিছনের বাসে যাত্রীরা হুড়মুড়িয়ে পড়ে যান।

বারুইপুর-বারাসত রুটের বাসটির সামনের দিকে বসেছিলেন কালিকাপুরের বাসিন্দা আজিনা খাতুন। আচমকা ব্রেক কষার ফলে সামনের সিটের সঙ্গে ধাক্কা লেগে তাঁর নাক ফেটে যায়। আজিনা-সহ পাঁচ জন আহত যাত্রীকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও বেশ কিছুক্ষণ চিকিৎসা করতে হয় আজিনার। তাঁর অভিযোগের ভিত্তিতেই বাসটি আটক করে গ্রেফতার করা হয়েছে চালককে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন