চিকিৎসায় ‘গাফিলতি’

মঙ্গলবার মেডিক্যাল কলেজে জাকিরের বাঁ পায়ের হাঁটুর কাছে হওয়া টিউমার অস্ত্রোপচারে বাদ দেওয়া হয়। অভিযোগ, তার পরেই জাকিরের পায়ে রক্ত সঞ্চালন হচ্ছিল না। পা নীল হয়ে যাচ্ছিল। এর পরে চিকিৎসকেরা গোটা পা অস্ত্রোপচার করে বাদ দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৭ ১৩:০০
Share:

প্রতীকী ছবি।

অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়েছিল পায়ের টিউমার। তার পরেই রক্ত সঞ্চালন বন্ধ হয়ে পা নীল হয়ে যাওয়ায় বাদ দিতে হল গোটা পা-টাই। এমনই অভিযোগ উঠল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে।

Advertisement

ত্রিপুরার বাসিন্দা জাকির হুসেন (৩০) নামে ওই রোগীর পরিবার বুধবার মৌখিক ভাবে বৌবাজার থানায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেন। এক পুলিশকর্তা জানান, জাকিরের চিকিৎসা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। গাফিলতি ছিল কি না, তা জানার জন্য ওই তথ্য রাজ্য মেডিক্যাল কাউন্সিলে পাঠানো হয়েছে। হাসপাতালের সুপার শিখা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানান, রোগীর তরফ থেকে তিনি অভিযোগ পাননি।

মঙ্গলবার মেডিক্যাল কলেজে জাকিরের বাঁ পায়ের হাঁটুর কাছে হওয়া টিউমার অস্ত্রোপচারে বাদ দেওয়া হয়। অভিযোগ, তার পরেই জাকিরের পায়ে রক্ত সঞ্চালন হচ্ছিল না। পা নীল হয়ে যাচ্ছিল। এর পরে চিকিৎসকেরা গোটা পা অস্ত্রোপচার করে বাদ দেন।

Advertisement

যদিও অভিযোগ মানতে নারাজ চিকিৎসকেরা। অস্থি বিশেষজ্ঞ রঞ্জিত ভট্ট জাকিরের অস্ত্রোপচার করেন। রঞ্জিতবাবুর কথায়, ‘‘টিউমারের আকার বড় ছিল। দ্রুত তা বেড়ে যায়। ক্যানসারের ঝুঁকি ছিল। তাই যথাসম্ভব গোড়া থেকে সেটি বাদ দিয়েছিলাম।’’ তাঁর দাবি, ‘‘এমন অস্ত্রোপচারের পরে সংশ্লিষ্ট অঙ্গে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে পচনের ঝুঁকি থাকে। তাই হয়েছে। প্রাণ বাঁচাতেই পা বাদ দেওয়া হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন