পুরসভার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

ডেঙ্গি নিয়ে তথ্য গোপন করছে কলকাতা পুরসভা। এমনকি প্রশ্ন করলেও কোনও উত্তরই দিচ্ছে না প্রশাসন। উপরন্তু তাঁদের প্রস্তাব বাতিল করা হয়। এমনই অভিযোগ তুলে বৃহস্পতিবার পুর অধিবেশনে হইচই বাধালেন বাম কাউন্সিলরেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮ ০২:০৯
Share:

ফাইল চিত্র।

ডেঙ্গি নিয়ে তথ্য গোপন করছে কলকাতা পুরসভা। এমনকি প্রশ্ন করলেও কোনও উত্তরই দিচ্ছে না প্রশাসন। উপরন্তু তাঁদের প্রস্তাব বাতিল করা হয়। এমনই অভিযোগ তুলে বৃহস্পতিবার পুর অধিবেশনে হইচই বাধালেন বাম কাউন্সিলরেরা।

Advertisement

বাম কাউন্সিলরের প্রশ্ন ছিল, চলতি বছরে পুর এলাকায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা কত? মেয়র শোভন চট্টোপাধ্যায় উত্তর দেন, ২ সেপ্টেম্বর পর্যন্ত ৭৩২ জন। এর পরেই অতিরিক্ত প্রশ্ন করতে চেয়ে বাম কাউন্সিলর জানতে চান, মৃতের সংখ্যা কত? এর পরেই মাইক টেনে বামেদের উদ্দেশে মেয়র বলেন, ‘‘একটা সময় ছিল যখন ডেঙ্গি, ম্যালেরিয়া বিভীষিকার আকার নিয়েছিল। আতঙ্কে ছিলেন শহরবাসী। তা বাম আমলেই।’’ তিনি জানান, ২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে ডেঙ্গি দমনে পদক্ষেপ করছেন। ডেঙ্গিবাহী মশার বংশ রোধে পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁর কথায়, ‘‘এর পাঁচ শতাংশ কাজও বাম আমলে হয়নি। আজ আপনারা চেঁচাচ্ছেন!’’

মেয়রের কথার ফাঁকেই চিৎকার শুরু করেন বাম কাউন্সিলরেরা। মৃত্যুঞ্জয় চক্রবর্তী বলতে থাকেন, ‘‘ডেঙ্গি নিয়ে তথ্য চাপা দিতে চায় শাসক দল।’’ তাঁর কথাও চাপা পড়ে যায় শাসক দলের কাউন্সিলরদের হইচইয়ে। পরে বাম কাউন্সলরেরা পুরসভার করিডর জুড়ে বিক্ষোভ দেখান। অধিবেশন কক্ষে বিরোধীদের মর্যাদা না দেওয়ায় চেয়ারপার্সন মালা রায়ের ঘরের সামনে অভিযোগ জানাতে থাকেন। সিপিএম কাউন্সিলর রত্না রায়মজুমদার বলেন, ‘‘ডেঙ্গি কারও দোষে হয় না। তা সত্ত্বেও পুর প্রশাসন কেন তথ্য গোপনের চেষ্টা করছেন, বোঝা যাচ্ছে না।’’ অতিরিক্ত প্রশ্ন তুলতে না দেওয়া নিয়ে চেয়ারপার্সনের বক্তব্য, ‘‘প্রশ্ন ছিল আক্রান্ত কত, সেই জবাব মেলার পরেও কত মৃত্যু হয়েছে তা তোলা যায় না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন