অনলাইনে প্রতারণার অভিযোগ

অভিযোগকারিণী জানান, তিনি একটি অনলাইন সংস্থা থেকে দীর্ঘদিন ধরে কেনাকাটা করেন। ওই সংস্থার নামেই তাঁর মোবাইলে ৩০ অগস্ট মেসেজটি আসে। জানতে পারেন, গাড়ি অথবা ১২ লক্ষ টাকা জিতেছেন তিনি। মৌমিতা বলেন, ‘‘কী ভাবে টাকা পাওয়া যাবে জানতে যে নম্বর থেকে মেসেজ এসেছিল, সেখানে যোগাযোগ করি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৪৬
Share:

প্রতীকী ছবি।

অনলাইন প্রতারণা চক্রের শিকার হয়ে এক গৃহবধূর কয়েক হাজার টাকা খোয়ানোর অভিযোগ দায়ের হল। পুলিশ জানিয়েছে, একটি অনলাইন সংস্থার তরফে নিউ টাউনের বাসিন্দা মৌমিতা চক্রবর্তী নামে ওই গৃহবধূর কাছে মেসেজ আসে। তাতে জানানো হয়, তিনি লটারিতে মূল্যবান গাড়ি জিতেছেন। গাড়ি না নিলে ১২ লক্ষ টাকা পুরস্কার পাবেন।

Advertisement

অভিযোগকারিণী জানান, তিনি একটি অনলাইন সংস্থা থেকে দীর্ঘদিন ধরে কেনাকাটা করেন। ওই সংস্থার নামেই তাঁর মোবাইলে ৩০ অগস্ট মেসেজটি আসে। জানতে পারেন, গাড়ি অথবা ১২ লক্ষ টাকা জিতেছেন তিনি। মৌমিতা বলেন, ‘‘কী ভাবে টাকা পাওয়া যাবে জানতে যে নম্বর থেকে মেসেজ এসেছিল, সেখানে যোগাযোগ করি।’’ তাঁর দাবি, ফোনে যোগাযোগ করলে প্রথমে তাঁকে রেজিস্ট্রেশনের জন্য ৭,৫০০ টাকা এবং পরে ট্যাক্স ও জিএসটি বাবদ ২৫,২০০ ও ৪৯,৫০০ টাকা দিতে বলা হয়। মৌমিতা বলেন, ‘‘ফের ৭০ হাজার টাকা চাইতেই সন্দেহ হওয়ায় প্রথমে এয়ারপোর্ট থানায় পরে বিধাননগর সাইবার ক্রাইমে বিষয়টি জানাই।’’

সাইবার ক্রাইমের অফিসারেরা জানান, এই ফাঁদে যেন কেউ না পড়েন, সে জন্য বারবার সচেতন করা হয়। অন্য দিকে, সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত বলেন, ‘‘লটারি জেতার খবর ই-মেল বা এসএমএসে এলে তা তৎক্ষণাৎ মুছে দিন। কারণ ওই মেল বা এসএমএস খুললে ভাইরাস ঢুকে কম্পিউটার বা মোবাইলের নথি নষ্ট হতে পারে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন