দুর্ঘটনা রুখতে সচেতনতা শিবির

পথ দুর্ঘটনা রুখতে শুধু পথচারী নয়, চালকদেরও সচেতন হওয়া উচিত। ঠিক ভাবে ট্রাফিক নিয়ম মানলে দুর্ঘটনা কমানো যায়। শনিবার ওয়েস্ট বেঙ্গল কন্ট্র্যাক্ট অ্যান্ড অপারেটার্স অ্যাসোসিয়েশনের এক সচেতনতা শিবিরে বাসচালকদের এ কথা জানিয়ে সচেতন হতে বললেন কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক ভি সলোমন নেসাকুমার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৫ ০০:০৮
Share:

পথ দুর্ঘটনা রুখতে শুধু পথচারী নয়, চালকদেরও সচেতন হওয়া উচিত। ঠিক ভাবে ট্রাফিক নিয়ম মানলে দুর্ঘটনা কমানো যায়। শনিবার ওয়েস্ট বেঙ্গল কন্ট্র্যাক্ট অ্যান্ড অপারেটার্স অ্যাসোসিয়েশনের এক সচেতনতা শিবিরে বাসচালকদের এ কথা জানিয়ে সচেতন হতে বললেন কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক ভি সলোমন নেসাকুমার। হাজরায় স্কুল ও অফিস বাসচালক সচেতনতার শিবিরে ছিলেন একাধিক পুলিশকর্তা ও স্থানীয় বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেববাবু জানান, রাজ্য পরিবহণকর্মীদের জন্য বিমা চালু করেছে। তিনি সে আবেদন পত্র দ্রুত পূরণের আর্জিও জানান। রাজ্য পুলিশের ডিএসপি (ট্রাফিক) সমরেশ হালদার জানান, ২০১৩-এ পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা চার হাজারের কম ছিল। ২০১৪-তে তা চার হাজার পেরিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন