— প্রতীকী চিত্র।
নিউ টাউন বিধানসভা এলাকার ১১৯ নম্বর পার্টে এক ভোটারের নাম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, এনুমারেশন ফর্মে সুরজ বিশ্বাস নামে এক ব্যক্তি মিথ্যা তথ্য দিয়েছেন। এ নিয়ে তাঁর বিরুদ্ধে নিউ টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিধাননগর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি প্রসেনজিৎ নাগ ঘটনার তদন্ত চেয়ে পুলিশকে চিঠি লিখেছেন। অভিযোগ পাঠানো হয়েছে উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দফতরেও। সুরজের পাল্টা দাবি, পুরপ্রতিনিধি তাঁকে ফাঁসিয়েছেন।
অভিযোগ, ফেলারাম বিশ্বাস নামে এক জনকে বাবা দাবি করে সুরজ এনুমারেশন ফর্মে তথ্য দিয়েছেন। সেই তথ্য মিথ্যা বলে উত্তম বিশ্বাস নামে এক ব্যক্তি নিউ টাউন থানায় অভিযোগ দায়ের করেছেন সুরজের বিরুদ্ধে। উত্তম বলেন, ‘‘সুরজ আমার বাবাকে বাবা বলে ডাকতেন। বাবা প্রয়াত হয়েছেন। সুরজের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই। এনুমারেশন ফর্ম ভর্তির সময়ে পুরপ্রতিনিধি আমাকে ডেকেছিলেন। তাঁকে সব বলেছি।’’ অন্য দিকে পুরপ্রতিনিধি লিখিত অভিযোগে দাবি করেছেন, সুরজ বাংলাদেশের বাসিন্দা। ভুয়ো পরিচয়পত্র তৈরি করে থাকছেন।
সুরজের পাল্টা দাবি, ‘‘উত্তম আমার ভাই। আমি বাংলাদেশে থাকার সময়ে সাদা কাগজে উত্তমকে দিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ লিখিয়ে নিয়েছেন পুরপ্রতিনিধি।’’ উত্তমের দাবি, তাঁকে দিয়ে পুরপ্রতিনিধি জোর করে অভিযোগপত্র লেখাননি।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে