দোকানের সামনে বর্জ্য ফেলা নিয়ে বিতর্ক

সংস্থার অভিযোগ, এ দিন সকালে বিধাননগর পুর নিগমের তিনটি গাড়ি তাঁদের দোকানের সামনে এসে ময়লা ফেলতে শুরু করে। নিরাপত্তারক্ষীরা প্রতিবাদ করায় তাঁদের সঙ্গে হাতাহাতি বাধে গাড়িতে থাকা লোকজনের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০১৭ ১৩:২০
Share:

একটি খাবারের দোকানের সামনে খোদ পুরসভার তরফে আবর্জনা ফেলে দিয়ে যাওয়ার অভিযোগ উঠল। বিধাননগর পুর নিগমের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে একটি নামী খাবার সরবরাহকারী সংস্থা। যা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। সোমবার ঘটনাটি ঘটেছে ভিআইপি রোডে হলদিরাম বাসস্টপের কাছে। বিষয়টি বিধাননগর পুলিশকে জানিয়েছে ওই সংস্থা।

Advertisement

সংস্থার অভিযোগ, এ দিন সকালে বিধাননগর পুর নিগমের তিনটি গাড়ি তাঁদের দোকানের সামনে এসে ময়লা ফেলতে শুরু করে। নিরাপত্তারক্ষীরা প্রতিবাদ করায় তাঁদের সঙ্গে হাতাহাতি বাধে গাড়িতে থাকা লোকজনের। ঘটনাচক্রে বিধাননগর পুরসভা জানিয়েছে, কর বাবদ ওই সংস্থার বহু টাকা বকেয়া। এক বছর ধরে অপেক্ষা করেও পুর প্রশাসন তা পায়নি। মেয়র সব্যসাচী দত্ত বলেন, ‘‘অবিলম্বে কর বাবদ বকেয়া না মেটালে ওই সংস্থার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে।’’

সংস্থার অবশ্য পাল্টা দাবি, ২০০৫-২০১৫ পর্যন্ত কর বাবদ সব টাকা তারা রাজারহাট-গোপালপুর পুরসভাকে মিটিয়ে দিয়েছে। সেই তথ্য জানানো হয়েছে বিধাননগর পুর নিগমকে। রাজারহাট-গোপালপুর পুরসভার তৎকালীন চেয়ারম্যান তথা বিধাননগরের বর্তমান ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় বলেন, ‘‘নথি না দেখে কিছু বলা সম্ভব নয়। তবে আইন আইনের পথে চলবে।’’

Advertisement

যদিও ওই সংস্থার অভিযোগ অস্বীকার করে বিধাননগরের মেয়র পারিষদ দেবাশিস জানা দাবি করেছেন, পুরসভার কেউ এমন কাজ করেছে বলে তাঁর জানা নেই। মেয়র বলেন, ‘‘সংবাদমাধ্যমের থেকে ঘটনাটি শুনেছি। খোঁজ নিয়ে দেখব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন