Kolkata Metro

মেট্রোর স্টেশনে বদলানো হল এয়ার ফিল্টার

মেট্রোকর্তাদের দাবি, আগে লোহার ফিল্টার ব্যবহৃত হওয়ায় তাতে মরচে ধরার আশঙ্কা থাকত। এখন তা বদলে স্টেনলেস স্টিল ব্যবহার করার ফলে নিয়মিত সাবান-জল দিয়ে ধোয়ার ক্ষেত্রে সমস্যা থাকবে না।

Advertisement

ফিরোজ ইসলাম

কলকাতা শেষ আপডেট: ২৬ জুন ২০২০ ০৩:১৭
Share:

প্রতীকী ছবি।

করোনা পরিস্থিতিতে কলকাতা মেট্রোর ১৫টি ভূগর্ভস্থ স্টেশনের সব ক’টি এয়ার ফিল্টার বদলানো হল। পুরনো ফিল্টারের বদলে স্টেনলেস স্টিলের নতুন ফিল্টার বসানো হয়েছে। ১০ মাইক্রন পর্যন্ত ছিদ্রযুক্ত ৫১৪টি ফিল্টার এর আগে কখনও এক লপ্তে পাল্টানো হয়নি বলেই মেট্রো সূত্রের খবর। স্টেনলেস স্টিলের ফিল্টার ব্যবহার করার ফলে সেগুলিকে নিয়মিত সাবান-জল দিয়ে ধোয়া যাবে। ফিল্টার পাল্টানোয় মেট্রো স্টেশনগুলিতে বাতাসের দূষণ কমবে বলে আশা।

Advertisement

কলকাতা মেট্রোর ১৫টি ভূগর্ভস্থ স্টেশনের সব ক’টিতেই বায়ু চলাচলের বিশেষ ব্যবস্থা আছে। সেখানে বায়ুপ্রবাহ বজায় রাখার পাশাপাশি স্টেশনের তাপমাত্রা নিয়ন্ত্রণে বাতানুকূল যন্ত্র ব্যবহার করা হয়। ওই ব্যবস্থায় বাইরের বাতাস বাতানুকূল যন্ত্রের মাধ্যমে পরিশোধন এবং ঠান্ডা করে স্টেশনগুলিতে পাঠানো হয়। পরে সেই বাতাস দু’টি স্টেশনের মাঝে সুড়ঙ্গের মধ্যে থাকা ভেন্টিলেশন শ্যাফট দিয়ে টেনে বার করে দেওয়া হয়। ফলে একই বাতাস বদ্ধ জায়গায় ঘোরাফেরা করার বদলে সুড়ঙ্গে বায়ু চলাচল করতে থাকে। এই প্রক্রিয়া অনুসরণের ফলে বাতাসে অক্সিজেনের মাত্রা বেশি থাকে এবং সংক্রমণের আশঙ্কাও কমে।

মেট্রোকর্তাদের দাবি, আগে লোহার ফিল্টার ব্যবহৃত হওয়ায় তাতে মরচে ধরার আশঙ্কা থাকত। এখন তা বদলে স্টেনলেস স্টিল ব্যবহার করার ফলে নিয়মিত সাবান-জল দিয়ে ধোয়ার ক্ষেত্রে সমস্যা থাকবে না। লকডাউনের সময়ে মেট্রো বন্ধ থাকার সুযোগকে কাজে লাগিয়ে একসঙ্গে সব ক’টি ফিল্টার বদলাতে পেরে খুশি মেট্রোকর্তারা। এর ফলে পরিষেবা শুরু হলে মেট্রো স্টেশনে বায়ু চলাচলের উন্নতি হবে বলেই মনে করছেন তাঁরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন