Coronavirus

অবশেষে খুলল হাওড়া হাসপাতালের বহির্বিভাগ

বহির্বিভাগ চালু হওয়ার পরেই বহু রোগী চিকিৎসার জন্য আসেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২০ ০৩:০১
Share:

প্রতীকী ছবি

অবশেষে বুধবার থেকে ফের চালু হল হাওড়া জেলা হাসপাতালের বহির্বিভাগ। সংক্রমণের আশঙ্কায় কিছু দিন ধরে হাসপাতালের এই বিভাগটি বন্ধ থাকায় বহু মানুষ চিকিৎসা পাচ্ছিলেন না। তবে হাসপাতাল সূত্রের খবর, এখনই বহির্বিভাগে কোনও বিশেষজ্ঞ চিকিৎসকেরা বসছেন না। সেখানে শুধুমাত্র সাধারণ রোগের চিকিৎসা করা হবে। অন্য দিকে, আরও বেশি করে লালারসের নমুনা সংগ্রহের জন্য কিয়স্কের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হাওড়া পুরসভা।

Advertisement

এপ্রিলে সালকিয়ার এক মহিলা করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরেই হাওড়া জেলা হাসপাতালে সংক্রমণ ছড়ায়। আক্রান্ত হন সুপার-সহ নার্স ও স্বাস্থ্যকর্মীরা। ফলে হাসপাতাল বন্ধ করে তা জীবাণুমুক্ত করা হয়। এর পরেই ধাপে ধাপে অন্যান্য বিভাগ খোলা হয়েছে। তবে চিকিৎসকের অভাবে এত দিন আউটডোর চালু করা যায়নি। এ দিন বহির্বিভাগ চালু হওয়ার পরেই বহু রোগী চিকিৎসার জন্য আসেন।

এ দিকে, নমুনা সংগ্রহের জন্য হাওড়া শহরের সংক্রমিত এলাকায় আরও ছ’টি কিয়স্ক বসানোর পরিকল্পনা রয়েছে বলে পুরসভা সূত্রের খবর। ইতিমধ্যেই শহরে মোট পাঁচটি কিয়স্ক রয়েছে। হাওড়ার পুর কমিশনার ধবল জৈন জানান, সেখানে নমুনা সংগ্রহের পাশাপাশি চলছে থার্মাল স্ক্রিনিংও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement