Coronavirus in Kolkata

ছবি এঁকে সচেতনতার পুলিশি বার্তা ব্যারাকপুরে

বিটি রোড, বেলঘরিয়া এবং কল্যাণী এক্সপ্রেসওয়ের বিভিন্ন মোড় লোহার গার্ডরেল দিয়ে ঘিরে তৈরি করা হয়েছে পুলিশের চেকিং পয়েন্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২০ ০১:০৮
Share:

ছবি: পিটিআই।

বিধাননগরের পরে এ বার ব্যারাকপুর। জরুরি প্রয়োজন ছাড়াও বাইরে বেরোনো মানুষকে সচেতন করতে গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে করোনা-সচেতনতায় ছবি আঁকা শুরু করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।

Advertisement

বিটি রোড, বেলঘরিয়া এবং কল্যাণী এক্সপ্রেসওয়ের বিভিন্ন মোড় লোহার গার্ডরেল দিয়ে ঘিরে তৈরি করা হয়েছে পুলিশের চেকিং পয়েন্ট। অহেতুক রাস্তায় বেরোনো লোকজনকে সেখানে আটকানো হচ্ছে। দুপুর কিংবা গভীর রাতে ওই সব রাস্তারই খানিকটা অংশ গার্ড রেল দিয়ে ঘিরে শিল্পী এবং পুলিশকর্মীরা রং-তুলি নিয়ে বসে পড়ছেন ত্রিমাত্রিক ছবি আঁকতে। যার বিষয়বস্তুই হল স্যানিটাইজ়ারের বোতল, মাস্ক, হাত ধোয়ার ছবির সঙ্গে বাংলা এবং ইংরেজিতে লেখা ‘বাড়িতে থাকুন, সুস্থ থাকুন’, ‘বারবার হাত ধুয়ে ফেলুন’, ‘জমায়েত থেকে বিরত থাকুন’-এর মতো বিভিন্ন বার্তা।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে রয়েছে সাতটি ট্র্যাফিক গার্ড। ওই গার্ডগুলির অধীনে দক্ষিণেশ্বর, ডানলপ, সোদপুর, কল্যাণী এক্সপ্রেসওয়ের সংযোগস্থল, ঘোষপাড়া, ব্যারাকপুর চিড়িয়ামোড়-সহ মোট ১৪টি জায়গাকে প্রথম পর্যায়ে আঁকার জন্য চিহ্নিত করা হয়েছে। সোদপুর মোড়, ডানলপ মোড়ে আঁকা হয়ে গিয়েছে। বুধবার রাতে আঁকা হয়েছে ব্যারাকপুর ট্র্যাফিক মোড়ে।

Advertisement

ব্যারাকপুরের ডেপুটি কমিশনার (ট্র্যাফিক) বিশ্বজিৎ মাহাতো বলেন, ‘‘যাঁরা বাইরে বেরোচ্ছেন, তাঁরা চলার পথেও যেন সচেতনতার বার্তা দেখতে পান, তাই এমন পরিকল্পনা হয়েছে। ব্যারাকপুর জুড়ে এমন ছবি আঁকা হবে।’’ রক্তদান শিবিরও শুরু হয়েছে এই কমিশনারেটের ট্র্যাফিক গার্ড এবং থানাগুলিতে। সম্প্রতি ডানলপ ট্র্যাফিক গার্ডেও তার আয়োজন করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন