coronavirus

অক্সিজেন দেওয়ার নামে প্রতারণা

সোশ্যাল মিডিয়ায় পাওয়া নম্বর পরীক্ষা না করেই সাহায্য চাইছেন অনেকে। ফলে সহজে প্রতারকদের খপ্পরে পড়ছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২১ ০৬:০৭
Share:

প্রতীকী ছবি।

অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজনে ফেসবুক থেকে নম্বর পেয়ে ফোন করেছিলেন এক যুবক। তাঁকে অনলাইনে টাকা পাঠাতে বলা হয়। অভিযোগ, ইউপিআইয়ের মাধ্যমে সিলিন্ডারের অগ্রিম দাম দিয়ে দেওয়ার পরেই বন্ধ হয়ে যায় অক্সিজেন সরবরাহকারীর ওই ফোন নম্বর। এর পরেই পুলিশে অভিযোগ করেন যুবক।

Advertisement

পুলিশ জানিয়েছে, ওই অভিযোগের ভিত্তিতে দুই যুবককে শুক্রবার রাতে ধরেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। ধৃতদের নাম রূপম সাহা এবং প্রমিত ভট্টাচার্য ওরফে অভিজিৎ দাস। বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুরে। ধৃতদের শনিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে আগামী ২৭ মে পর্যন্ত পুলিশি হেফাজত হয়। লালবাজার জানিয়েছে, অক্সিজেন নিয়ে প্রতারণা করার জন্য ধৃতেরা বেছে নিয়েছিল সোশ্যাল মিডিয়াকে। নিউ আলিপুরের এক বাসিন্দা ওই ফোন নম্বরে যোগাযোগ করেই অক্সিজেনের জন্য সাড়ে ছ’হাজার টাকা দিয়েছিলেন প্রতারকদের। পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় পাওয়া নম্বর পরীক্ষা না করেই সাহায্য চাইছেন অনেকে। ফলে সহজে প্রতারকদের খপ্পরে পড়ছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement