Coronavirus

করোনায় আক্রান্ত আরও দুই পুলিশকর্মী

উত্তর কলকাতার একটি থানার ওই পুলিশকর্মীর করোনা ধরা পড়ার পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২০ ০২:৫৫
Share:

প্রতীকী ছবি

কলকাতার আরও এক পুলিশকর্মীর করোনাভাইরাস পরীক্ষার ফল পজ়িটিভ এল। পাশাপাশি, বিধাননগর পুলিশ কমিশনারেটের এক মহিলা কনস্টেবলও করোনায় আক্রান্ত হয়েছেন।

Advertisement

সূত্রের খবর, উত্তর কলকাতার একটি থানার ওই পুলিশকর্মীর করোনা ধরা পড়ার পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া, ওই থানার এক গুরুত্বপূর্ণ আধিকারিককে একটি নির্দিষ্ট কোয়ার্টার্সে কোয়রান্টিন করা হয়েছে। এ ভাবে কোয়রান্টিন করার ঘটনা কলকাতা পুলিশে আগে হয়নি। তবে লালবাজারের কর্তারা বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু বলতে চাননি। ডিসি (উত্তর) জয়িতা বসুকে ফোন করা হলে তিনি ধরেননি।

অন্য দিকে, বিধাননগর পুলিশ জানিয়েছে, একটি থানায় কর্মরতা ওই মহিলা কনস্টেবল সম্প্রতি অসুস্থতার কথা জানালে তাঁকে কোয়রান্টিনে রাখা হয়। ওই কনস্টেবলের লালারস পরীক্ষার পরে জানা যায় তিনি করোনায় আক্রান্ত। সোমবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান বিধাননগর পুরসভার মেয়র পারিষদ (স্বাস্থ্য) প্রণয় রায়। ওই কনস্টেবলকে নিয়ে এখনও পর্যন্ত বিধাননগর পুর এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা ১৯। এক জনের মৃত্যুও হয়েছে। পুলিশ সূত্রের খবর, ওই মহিলা কনস্টেবলের দুই সহকর্মীকে হোম কোয়রান্টিনে রাখা হয়েছে। ওই কনস্টেবল কী ভাবে সংক্রমিত হলেন, তা স্পষ্ট নয়।

Advertisement

বিধাননগরের এক পুলিশকর্তা জানান, পুলিশকর্মীদের প্রাথমিক ভাবে থার্মাল স্ক্রিনিং করা হয়েছে। আরও কী ভাবে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব, তা নিয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বলা হবে। পুলিশকর্মীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement