Coronavirus

শুধু নির্দিষ্ট বাড়ি হতে পারে রেড জ়োন

লালবাজারের বৈঠকে বলা হয়েছে, বর্তমানে কোনও বাড়িতে আক্রান্তের খবর মিললে ওই বাড়ি, সংশ্লিষ্ট রাস্তা, সব কিছুই রেড জ়োন বলে চিহ্নিত হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ মে ২০২০ ০৩:০৪
Share:

সাফাই: জীবাণুনাশক ছড়ানো হচ্ছে বাড়িতে। বুধবার, হরিশ পার্কের কাছে। ছবি: সুদীপ্ত ভৌমিক

কলকাতায় রেড জ়োনের পরিধি কমানোর প্রক্রিয়া আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। পুরসভা সূত্রের খবর, বুধবার দুপুরের হিসেব অনুযায়ী বর্তমানে কলকাতা পুর এলাকায় ২৭৪টি রেড এবং ৬৬টি অরেঞ্জ জ়োন রয়েছে। সেই হিসেবে ধরেই এ দিন লালবাজারে কলকাতা পুলিশের সঙ্গে কলকাতা পুরসভার বৈঠক হয়। পুলিশ কমিশনার অনুজ শর্মা, কলকাতা পুরসভার বিশেষ কমিশনার এবং রাজ্য স্বাস্থ্য দফতরের সঙ্গে পুরসভার সমন্বয়কারী অফিসার সঞ্জয় থারে-সহ পুলিশ ও স্বাস্থ্য দফতরের পদস্থ আধিকারিকেরা বৈঠকে হাজির ছিলেন। রেড জ়োনগুলিকে তিন ভাগে ভাগ করা হবে বলে মঙ্গলবারই নবান্নে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

এ দিন লালবাজারের বৈঠকে বলা হয়েছে, বর্তমানে কোনও বাড়িতে আক্রান্তের খবর মিললে ওই বাড়ি, সংশ্লিষ্ট রাস্তা, সব কিছুই রেড জ়োন বলে চিহ্নিত হচ্ছে। তাতে শহরের অনেক রাস্তাই বন্ধ হয়ে যাবে। তাই এ বার নির্দিষ্ট বাড়ি ও একেবারে গা ঘেঁষে কোনও বাড়ি থাকলে, সেগুলিকে রেড জ়োন করা হতে পারে। রাস্তায় কেবল নজরদারি থাকবে। সূত্রের খবর, এ ব্যাপারে বৈঠকে উপস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, স্বাস্থ্য দফতরের একাধিক অফিসার বৈঠকে জানান, পালস পোলিয়ো-র ক্ষেত্রে যে ভাবে নজরদারি করা হয়, এখানেও তা করা হবে। স্বাস্থ্য দফতরের খবর, আগামী দু’দিনের মধ্যে পুলিশ ও পুরসভা সমীক্ষা করে একটি রিপোর্ট দেবে। তার পরেই পরবর্তী কর্মসূচি নেওয়া হবে।

পুলিশ সূত্রের খবর, যে হেতু প্রতিদিনই রেড, অরেঞ্জ ও গ্রিন জ়োনের পরিবর্তন ঘটছে, তাই এই প্রক্রিয়া ধারাবাহিক ভাবে চলবে। শহরে ৩৩৯টি রেড জ়োনের মধ্যে ৬৫টি এলাকা ইতিমধ্যেই গ্রিন জ়োন হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন