Coronavrius in Kolkata

কাউন্সিলর করোনায় আক্রান্ত, উদ্বেগে বিধাননগর পুরসভা

পুরসভা সূত্রের খবর, দত্তাবাদে এখনও পর্যন্ত শতাধিক বাসিন্দা আক্রান্ত হয়েছেন। মৃত্যুর ঘটনাও ঘটেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২০ ০৪:৪৮
Share:

প্রতীকী ছবি।

বিধাননগর পুরসভার আরও এক কাউন্সিলর এ বার করোনায় আক্রান্ত হলেন। মঙ্গলবার তাঁর রিপোর্ট পজ়িটিভ এসেছে।

Advertisement

পুরসভা সূত্রের খবর, সুস্থতার হার বাড়লেও আক্রান্তের সংখ্যাও কিন্তু বেড়ে চলেছে বিধাননগর পুর এলাকায়। বিশেষত দত্তাবাদে করোনার রেখচিত্র ঊর্ধ্বমুখী। মঙ্গলবারও নতুন করে তিন জন আক্রান্ত হয়েছেন ওই এলাকায়। স্থানীয় ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল দত্ত এ বার আক্রান্ত হয়েছেন। এ দিন রাতে তিনি নিজেই সে কথা জানান। তাঁর কথায়, ‘‘এখনও আমার ওয়ার্ডের নাগরিকদের একাংশের হুঁশ ফেরেনি। দয়া করে সকলে নিয়ম মেনে চলুন।’’

পুরসভা সূত্রের খবর, দত্তাবাদে এখনও পর্যন্ত শতাধিক বাসিন্দা আক্রান্ত হয়েছেন। মৃত্যুর ঘটনাও ঘটেছে। কিন্তু তার পরেও হুঁশ ফিরছে না বাসিন্দাদের একাংশের। সর্বত্রই মাস্ক না পরা, দূরত্ব-বিধি বজায় না রেখেই যত্রতত্র ঘুরে বেড়ানোর ছবি দেখা যাচ্ছে।

Advertisement

বিধাননগর পুরসভা সূত্রের খবর, এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার পেরিয়েছে। ৬৫ শতাংশ আক্রান্ত সুস্থ হয়েছেন। দৈনিক সংক্রমণের সংখ্যা ৭০-৭৫ জনের মধ্যে ঘোরাফেরা করছে। এর আগে করোনায় আক্রান্ত হয়ে পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ বসুর মৃত্যু হয়েছিল।

মেয়র পারিষদ প্রণয় রায় এ দিন বলেন, ‘‘লাগাতার কয়েক মাস ধরে জনপ্রতিনিধিরা পরিশ্রম করছেন। নির্মল এ বার আক্রান্ত হলেন। এর আগে আমাদের সতীর্থ কাউন্সিলরের মৃত্যু হয়েছে। বিধাননগরের বাসিন্দাদের কাছে আবেদন করছি, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। নিয়ম মেনে নিজে সুস্থ থাকুন, অন্যকেও ভাল রাখুন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন