ঘটনাস্থলে যান, ট্র্যাফিক কর্তাদের নির্দেশ সিপি-র

ট্র্যাফিক গার্ডের অফিসার থেকে ওসি এবং এসি-রা কোনও দুর্ঘটনার স্থল পরিদর্শন করবেন, এটাই দস্তুর। কিন্তু অভিযোগ উঠেছে, দুর্ঘটনার পরে অনেক ক্ষেত্রেই আধিকারিকদের দেখা পাওয়া যায় না। পুলিশের একাংশ জানিয়েছে, ওই কথা মাথায় রেখেই লালবাজারের কর্তারা এসি-দের ঘটনাস্থলে যেতে বলেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৯ ০২:৩৫
Share:

বিভিন্ন স্কুল-কলেজের বাইরে নজরদারি চালাতে নির্দেশ দিলেন পুলিশ কমিশনার অনুজ শর্মা।—ফাইল চিত্র।

পথ দুর্ঘটনার পরে ঘটনাস্থলে পৌঁছে সব দিক খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে কলকাতা ট্র্যাফিক পুলিশের সহকারী কমিশনারদের (এসি)। একই সঙ্গে ওই ঘটনাস্থলে দুর্ঘটনা ঠেকাতে কী ব্যবস্থা গ্রহণ করা উচিত, তা-ও জানাতে হবে তাঁদের। সূত্রের খবর, শনিবার কলকাতা ট্র্যাফিক পুলিশের মাসিক রিভিউ বৈঠকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

ট্র্যাফিক গার্ডের অফিসার থেকে ওসি এবং এসি-রা কোনও দুর্ঘটনার স্থল পরিদর্শন করবেন, এটাই দস্তুর। কিন্তু অভিযোগ উঠেছে, দুর্ঘটনার পরে অনেক ক্ষেত্রেই আধিকারিকদের দেখা পাওয়া যায় না। পুলিশের একাংশ জানিয়েছে, ওই কথা মাথায় রেখেই লালবাজারের কর্তারা এসি-দের ঘটনাস্থলে যেতে বলেছেন। কী ভাবে দুর্ঘটনা ঘটেছে, তার কারণও লিপিবদ্ধ করে পাঠাতে বলা হয়েছে। এক ট্র্যাফিক কর্তা জানান, ওই এলাকায় দুর্ঘটনা রোধে কী কী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, তাও জানাতে বলা হয়েছে এসি-দের।

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার শ্যামবাজারের ভূপেন বসু অ্যাভিনিউয়ে বাসের ধাক্কায় জখম হন উলুবেড়িয়ার বাসিন্দা দেবাশিস দাস। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। প্রথমে মনে করা হয়েছিল, দু’টি বাসের রেষারেষির মাঝে পড়ে জখম হয়েছেন ওই যুবক। পরে সিসি টিভি-তে দেখা যায়, সামনের বাসটি পিছনের দিকে গড়িয়ে যাওয়ার ফলেই ঘটে দুর্ঘটনা। পুলিশের একাংশের দাবি, এ দিন বৈঠকে ওই প্রসঙ্গ তুলে লালবাজারের কর্তারা আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছে সব কিছু খতিয়ে দেখতে বলেছেন।

Advertisement

কলকাতার পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিয়ে অনুজ শর্মা বাসের রেষারেষি এবং পথ দুর্ঘটনা ঠেকানোর জন্য ট্র্যাফিক আধিকারিকদের কাছে পরমার্শ চেয়েছিলেন। তার পরেই বেপরোয়া বাসের চালকের লাইসেন্স সাময়িক বাতিলের উপরে জোর দিয়েছেন ট্র্যাফিক পুলিশের অফিসারেরা। একই সঙ্গে শহরের রাস্তায় বাস লেনের বাইরে বাসচালকেরা চলাচল করলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও শহরের রাস্তায় বেপরোয়া গাড়ির বলি থেমে নেই। পুলিশের একটি সূত্রের দাবি, গত বছর পথ দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে পথচারীদের। এ দিনের বৈঠকে সেই মৃত্যু আটাকানোর উপরেই মূলত জোর দেওয়া হয়েছে। সেই কারণেই দুর্ঘটনার পরে ঘটনাস্থলে ঘুরে ফিডব্যাক জমা দিতে বলা হয়েছে আধিকারিকদের।

লালবাজার সূত্রের খবর, ওই বৈঠকে শ্যামবাজার ট্র্যাফিক গার্ড এলাকায় পরপর বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটায় সে বিষয়েও ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি, রাস্তার ধারে যাতে কোনও নির্মাণ সামগ্রী পড়ে না থাকে, তার জন্য ট্র্যাফিক আধিকারিকদের নজরদারি চালাতে বলা হয়েছে বৈঠকে। ট্র্যাফিক পুলিশ জানিয়েছে, এই বৈঠকে স্থির হয়েছে, চলতি বছরের পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হবে আগামী ১১ থেকে ১৫ তারিখ পর্যন্ত। একই সঙ্গে শুক্রবার রাতে থানা এবং ট্র্যাফিক পুলিশের গার্ডগুলিতে নিজেদের এলাকায় বেপরোয়া মোটরবাইক, নেশা করে গাড়ি চালানোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন