স্কুলপড়ুয়াদের নিয়ে কর্মশালার ভাবনা সিপি-র

প্রথম ক্রাইম বৈঠকেই বাহিনীকে খুব ছোটখাটো বিষয়েও সতর্ক এবং সচেতন হওয়ার নির্দেশ দিলেন ব্যারাকপুরের নবনিযুক্ত পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরী। সূত্রের খবর, থানার পুলিশ ঠিক মতো কাজ করছে কি না, অভিযোগকারীদের কথা গুরুত্ব দিয়ে শুনে ব্যবস্থা নেওয়া হল কি না তা জানতে প্রতিটি থানায় স্পেশ্যাল ব্রাঞ্চ-এর অফিসাররা নজর রাখবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০১৬ ০৫:৪৫
Share:

নিজের অফিসে তন্ময় রায়চৌধুরী। বুধবার। — নিজস্ব চিত্র

প্রথম ক্রাইম বৈঠকেই বাহিনীকে খুব ছোটখাটো বিষয়েও সতর্ক এবং সচেতন হওয়ার নির্দেশ দিলেন ব্যারাকপুরের নবনিযুক্ত পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরী। সূত্রের খবর, থানার পুলিশ ঠিক মতো কাজ করছে কি না, অভিযোগকারীদের কথা গুরুত্ব দিয়ে শুনে ব্যবস্থা নেওয়া হল কি না তা জানতে প্রতিটি থানায় স্পেশ্যাল ব্রাঞ্চ-এর অফিসাররা নজর রাখবেন। অভিযোগ জানানোর পরে ফের অভিযোগকারীর সঙ্গে কথা বলা হবে তিনি থানার পুলিশের আচরণে সন্তুষ্ট কি না জানতে।

Advertisement

বুধবার চিড়িয়ামোড়ে কমিশনারেটের সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে প্রথম বৈঠক করেন তন্ময়বাবু। অপরাধ দমনে পুলিশি নিরাপত্তার পাশাপাশি বিশেষ উদ্যোগ হিসাবে স্কুলগুলির সঙ্গে যোগাযোগ শুরু করার কথা জানান তিনি। ব্যারাকপুর শিল্পাঞ্চলে ছোট-বড় স্কুলের সংখ্যা প্রায় দেড় হাজার। কিন্তু স্কুলগুলির পরিবহণ ব্যবস্থা মান্ধাতার আমলের। পথ দুর্ঘটনা ঘটলে বেশির ভাগ ক্ষেত্রেই স্কুলগুলি দায়িত্ব এড়ায়। তাই স্কুলপড়ুয়াদের নিয়ে কর্মশালার কথাও ভাবছে পুলিশ। যেখানে পুলিশ কমিশনার নিজেই ছোটদের ক্লাস নিতে চান। একই সঙ্গে যে স্কুলের নিজস্ব পরিবহণ ব্যবস্থা আছে, সেই সব যান চালকদের নিয়েও কর্মশালা করার ভাবনা রয়েছে। গরমের ছুটির পরই স্কুলগুলিকে বিষয়টি জানানো হবে। তন্ময়বাবু বলেন, ‘‘এ ধরনের কর্মসূচিতে শুধু দুর্ঘটনাই নয়,অন্য অপরাধও এড়ানো সম্ভব।’’ বেশি রাতের টহলদারি ঠিক মতো হচ্ছে কি না তা দেখতে মনিটরিং টিম কাজ করবে বলে জানিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন