পুরভবনের ঘরেও ফাটল

এস এন ব্যানার্জি রোডে কলকাতা পুরসভার মূল ভবনের দু’টি ঘরে সিলিংয়ের দেওয়ালে ফাটল দেখা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৯ ০৩:২১
Share:

ফাইল চিত্র।

এ বার ফাটল খাস খোদ পুরভবনেও!

Advertisement

এস এন ব্যানার্জি রোডে কলকাতা পুরসভার মূল ভবনের দু’টি ঘরে সিলিংয়ের দেওয়ালে ফাটল দেখা গিয়েছে। ঘর দু’টি পুর কমিশনার এবং পুরসভার সচিবের। মেট্রোরেলের সুড়ঙ্গে জল ঢুকে ফাটলের ঘটনায় এখন তোলপাড় রাজ্য। এর মধ্যে পুরভবনে ফাটল দেখা দেওয়ায় কপালে ভাঁজ পুরকর্তাদেরও। তবে তা মেট্রোরেলের কারণে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত নন কেউ। এস এন ব্যানার্জি রোডের কাছ দিয়ে যখন মেট্রোর লাইন খোঁড়ার কাজ হয়েছিল, তখন ওই রাস্তার উপরে কলকাতা পুরভবনের দু’টি প্রবেশদ্বারে ইস্পাতের কাঠামো লাগানো হয়েছিল। ফলে এখন জল্পনা বাড়ছে।

শুক্রবার বিকেলেই প্রথম ফাটল দেখা যায় পুর কমিশনার খলিল আহমেদের ঘরে। পুর কমিশনারের পাশের ঘরট পুর সচিব হরিহরপ্রসাদ মণ্ডলের। শনিবার বিকেলে দেখা যায়, তাঁর চেয়ারের ঠিক উপরে, সিলিংয়ের দুটো বিমের মধ্যে ৫ ফুটেরও বেশি অংশে ফাটল। তা দেখেন পুরসভার একাধিক ইঞ্জিনিয়ার। বিষয়টি কানে যায় মেয়র ফিরহাদ হাকিমেরও। বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারকে ডেকে ফাটল দেখানো হবে বলে ঠিক হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন