ফের ফাটল শহরের কর্মব্যস্ত রাজপথে

ফের শহরের রাস্তায় ধস। এ বার ঘটনাস্থল চিত্তরঞ্জন অ্যাভিনিউ। মঙ্গলবার সকালে সেন্ট্রাল মেট্রো স্টেশনের সামনে রাস্তার ধারের কিছুটা অংশে গর্ত তৈরি হয়। ব্যস্ত রাস্তার এই ধসকে কেন্দ্র করে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। কিন্তু রাস্তার এক পাশে ধস নামায় অবশ্য যানজটে ফাঁসতে হয়নি সাধারণ মানুষকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৪ ০২:০৬
Share:

ধস নেমে এমনই হাল রাস্তার। মঙ্গলবার। নিজস্ব চিত্র

ফের শহরের রাস্তায় ধস। এ বার ঘটনাস্থল চিত্তরঞ্জন অ্যাভিনিউ।

Advertisement

মঙ্গলবার সকালে সেন্ট্রাল মেট্রো স্টেশনের সামনে রাস্তার ধারের কিছুটা অংশে গর্ত তৈরি হয়। ব্যস্ত রাস্তার এই ধসকে কেন্দ্র করে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। কিন্তু রাস্তার এক পাশে ধস নামায় অবশ্য যানজটে ফাঁসতে হয়নি সাধারণ মানুষকে।

মেট্রো স্টেশনের সামনের রাস্তার যে অংশে ধস নেমেছিল, সেখানে গার্ডরেল দিয়ে যানবাহন এবং পথচারীদের যাতায়াত নিয়ন্ত্রণ করে পুলিশ। ঘটনাস্থলে আসেন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারিং দফতরের মেয়র পারিষদ অতীন ঘোষ-সহ স্থানীয় কাউন্সিলর এবং পুরসভার আধিকারিকেরা। অবশ্য বেলা এগারটা নাগাদ ধসে যাওয়া অংশ মেরামতি করে আপাতত রাস্তাটি ব্যবহারযোগ্য করে দেয় পুরসভা।

Advertisement

এ দিন ঠিক কী হয়েছিল?

পুলিশ জানায়, ভোর ছ’টা নাগাদ কলকাতা পুলিশের এক ট্র্যাফিক কনস্টেবল চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে রাস্তার ধারে ফাটল দেখতে পান। তার পরেই, এই বসে যাওয়া অংশ ঘিরে দেওয়া হয়। খবর দেওয়া হয় কলকাতা পুরসভাকে। পুরসভার আধিকারিকেরা ঘটনাস্থল পরীক্ষা করে জানান, ধসটির ফলে রাস্তায় যে গর্ত হয়, তার দৈর্ঘ্য দেড় ফুট এবং গভীরতা দু’ফুট। এই ধরনের ছোট ধসে এলাকার বড় অংশ ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা নেই বলেই আধিকারিকদের দাবি।

স্থানীয় এক বাসিন্দা কার্তিক রায় বলেন, “বাড়ির সামনেই ধস নামার ফলে আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। এই ধরনের ধসে বাড়িতে অনেক সময়ে ফাটল ধরে যায়। পুলিশকে আমিই প্রথমে ধসের কথা জানাই। কিছু দিন আগেই ঘটনাস্থলের কিছু দূরে রাস্তা বসে গিয়েছিল।”

স্থানীয় কাউন্সিলর তৃণমূলের রেহানা খাতুন জানান, পুরসভার ৪৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে এই ধরনের রাস্তা ধসে যাওয়ার ঘটনা এই প্রথম। এই অঞ্চলে ইঁদুরের উৎপাত খুব। ইঁদুর রাস্তার তলার মাটি কেটে গর্ত করার ফলেই এখানে রাস্তা বসেছে বলে জানি।

রাস্তা বসে যাওয়ার সঠিক কারণ কী? পুরসভার আধিকরিকেরা জানান, এ দিন ঘটনাস্থলের ঠিক নীচেই রয়েছে পুরসভার পানীয় জল সরবরাহের লাইন। প্রথমে আশঙ্কা ছিল জলের লাইন ফুটো হয়ে জল পড়ে মাটি আলগা হয়ে গিয়েই এই ধস। পরে অবশ্য পরীক্ষা করে দেখা যায়, ইঁদুর ভূগর্ভস্থ মাটি কেটে গর্ত করার ফলেই তলার মাটি আলগা হয়ে গিয়েছে। স্বাভাবিক ভাবেই রাস্তার এই অংশের উপর দিয়ে কোনও গাড়ি যাওয়ায় রাস্তা বসে গিয়েছে।

বারবার রাস্তায় এই ধরনের ঘটনা ঘটছে কেন? অতীনবাবু বলেন, “পুরনো এই শহরে রাস্তায় ধস নামার অন্যতম কারণ ইঁদুর। এ ছাড়াও নিকাশি বা জলের লাইন ফুটো হয়ে জল বেরিয়ে তলার মাটি আলগা করে দেয়। সেই কারণেও রাস্তায় ধস নামে। তবে এ দিনের ধসের কারণও ইঁদুর।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন