Calcutta News

বেহালায় বাড়ির সামনে ‘টাইম বোমা’, আতঙ্ক এলাকায়

দুটি বোমার উপরই জ্বলন্ত ধূপকাঠি গোঁজা ছিল। পুলিশও জানিয়েছে, তাঁরাও সেই ধূপকাঠি পেয়েছেন বোমাগুলি উদ্ধার করতে গিয়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৮ ১৩:৩৫
Share:

বাড়ির জানলার সামনে তাজা বোমা।— নিজস্ব চিত্র।

দিন দুপুরে বাড়ির সামনে ‘টাইম বোমা’! বেহালার শকুন্তলা পার্কের কালীপুরের ঘটনা।

Advertisement

দিনের বেলায় রাস্তার ওপর তাজা বোমা দেখে আতঙ্ক ছড়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে। তাঁদের দাবি, পথচলতি মানুষের ভিড়ে প্রচুর শিশুও থাকে। বোমাগুলো ফাটলে বড় সড় দুর্ঘটনা ঘটতে পারত।

শকুন্তলা পার্কের ৪/১ কালীপুরের বাড়ি অরূপ ভট্টাচার্যর। শকুন্তলা পার্কেই তাঁর একটি স্টেশনারি দোকান আছে। বাড়ির এক তলায় রাস্তার দিকের ঘরেই তিনি থাকেন। সেই ঘরের জানলার সামনেই রাখা ছিল বোমা। তা-ও আবার বেশ অভিনব কায়দায়।

Advertisement

আরও পড়ুন
গলায় কলা আটকে মৃত্যু আট মাসের শিশুর

তাঁর পড়শি মহুয়া রায় বলেন, সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ দেশি বোমা দুটি দেখতে পান এক প্রতিবেশি মহিলা। তিনি সকলকে সতর্ক করে খবর দেন পর্ণশ্রী থানায়। তার পর পুলিশ ঘটনা স্থলে পৌঁছয়।

মহুয়া বলেন, দুটি বোমার উপরই জ্বলন্ত ধূপকাঠি গোঁজা ছিল। পুলিশও জানিয়েছে, তাঁরাও সেই ধূপকাঠি পেয়েছেন বোমাগুলি উদ্ধার করতে গিয়ে। তদন্তকারীরা বলেন, “পরিকল্পনাটা খুব স্পষ্ট। ধূপ কাঠি দুটো জ্বলে শেষ প্রান্তে এলেই বোমার মশলার সংস্পর্শে আসত। সঙ্গে সঙ্গে বোমা দুটো ফাটত। একদম টাইম বোমার কায়দা। এতে বোমা ফাটানোর জন্য কারও থাকার প্রয়োজন নেই। তাই দুষ্কৃতীদের ধরা পড়ার ঝুঁকিও কম।”

আরও পড়ুন
খাটের তলায় শিশুর দেহ, ধৃত মা

তদন্তকারীরা মনে করছেন অরূপ ভট্টাচার্যকে ভয় দেখাতেই এই পরিকল্পনা করেছিল দুষ্কৃতীরা। তদন্তকারীদের অনুমান এর পিছনে স্থানীয় প্রোমোটিং ব্যাবসার যোগ রয়েছে। কারণ অরূপ ভট্টাচার্য দোকান চালানোর পাশাপাশি প্রোমোটিং ব্যবসার সঙ্গেও যুক্ত। সেখানেই কোনও শত্রুতার জেরে এই ঘটনা, ধারণা পুলিশের। তবে ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। মহুয়া বলেন, “বোমা গুলো যেখানে রাখা ছিল, সেখানে অরূপবাবুর যমজ বাচ্চারা নিয়মিত খেলে। বোমা গুলো ফাটলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।”

পুলিশ অরূপ ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে তাঁর সঙ্গে সম্প্রতি কারও শত্রুতা তৈরি হয়েছিল কি না জানার চেষ্টা করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন