Indore Water Contamination

ইনদওরে পানীয় জল খেয়ে বিষক্রিয়া, অসুস্থদের প্রয়োজনীয় চিকিৎসার আশ্বাস মন্ত্রীর

সম্ভবত নিষ্কাসনের মাধ্যমে জলে বিষ মিশে গিয়েছে, পরিষ্কার করার কাজ শুরু করা হয়েছিল আগেই এবং এখনও তা চলছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ০১:০৬
Share:

মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়।

পুরসভার সরবরাহ করা পানীয় জলের মধ্যেও ‘বিষ’! মধ্যপ্রদেশের ইনদওরে গত কয়েক দিনে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযোগ, দূষিত পানীয় জল খেয়েই মৃত্যু হয়েছে তাঁদের। হাসপাতালে ভর্তি রয়েছেন ওই শহরের শতাধিক বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা বলছেন, গত কয়েক দিনে অন্তত আট জনের মৃত্যু হয়েছে। যদিও প্রশাসন তিন জনের মৃত্যুর কথাই স্বীকার করেছে। তবে শহরের মেয়রের কথায় স্পষ্ট, অন্তত সাত জন প্রাণ হারিয়েছেন ‘বিষাক্ত’ জলপানে।

Advertisement

এই মৃত্যু মিছিলের বিষয়ে মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় জানান, সম্ভবত নিষ্কাসনের মাধ্যমে জলে বিষ মিশে গিয়েছে, পরিষ্কার করার কাজ শুরু করা হয়েছিল আগেই এবং এখনও তা চলছে। পুরো কলোনি জুড়ে মাইক্রো-চেকিং চলছে অন্ততপক্ষে আট থেকে ১০ দিন সময় লাগবে বলে জানান তিনি। এ ছাড়াও তিনি জানান, যে আটজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে তাঁদের মধ্যে দুই থেকে তিনজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। আর যাঁরা এখনও হাসপাতালে ভর্তি তাদের মেডিক্যাল রিপোর্টে যাদি বিষজল পান করার কথা বলা থাকে তা হলে সরকারের তরফ থেকে প্রয়োজনীয় চিকিৎসার ব‍্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement